'The Confessions' কে রচনা করেন?

৯.১১৭. সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন ৩৫৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
৯.১১৮. ইতিহাসের বৈপ্লবিক পরিবর্তন চরম ও পরম রূপ লাভ করে কার রচনাবলিতে?
উত্তর : ইতিহাসের বৈপ্লবিক পরিবর্তন চরম ও পরম রূপ লাভ করে সেন্ট অগাস্টিনের রচনাবলিতে ।
৯.১১৯. সেন্ট অগাস্টিনের পুরো নাম কী?
উত্তর : সেন্ট অগাস্টিনের পুরো নাম হলো অরেলিয়াস অগাস্টিন (Aurelius Augustine).
৯.১২০. সেন্ট অগাস্টিন কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন উত্তর আফ্রিকার বিখ্যাত ট্যাগাস্টি শহরে জন্মগ্রহণ করেন ৷
৯.১২১. সেন্ট অগাস্টিন কর্মজীবনে কী পেশায় নিয়োজিত ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিন কর্মজীবনে উত্তর আফ্রিকার হিপ্পো নামক স্থানের বিশপ ছিলেন ।
৯.১২২. সেন্ট অগাস্টিনের পিতা কী ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিনের পিতা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন।
সেন্ট অগাস্টিনের পিতা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিনের পিতা পৌত্তলিক (প্যাগান) ধর্মে বিশ্বাসী ছিলেন ।
৯.১২৪. সেন্ট অগাস্টিনের মাতা কোন ধর্মের ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিনের মাতা খ্রিস্টধর্মের ছিলেন ।
৯.১২৫. কে খ্রিস্টধর্মাবলম্বীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে পরিচিত?
উত্তর : সেন্ট অগাস্টিন খ্রিস্টধর্মাবলম্বীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন ।
৯.১২৬. ছাত্রাবস্থায় অগাস্টিন কার গ্রন্থ পাঠের মাধ্যমে দর্শনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন?
উত্তর : ছাত্রাবস্থায় অগাস্টিন সিসেরোর গ্রন্থ পাঠের মাধ্যমে দর্শনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
৯.১২৭. সেন্ট অগাস্টিন প্রাথমিক জীবনে কোন দর্শন তত্ত্বে আকৃষ্ট হয়েছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিন প্রাথমিক জীবনে Manichaeism বা জড়বাদী দ্বৈতবাদ দর্শন তত্ত্বে আকৃষ্ট হয়েছিলেন । ৯.১২৮. সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে রোমে যান?
উত্তর : সেন্ট অগাস্টিন ৩৮২ খ্রিস্টাব্দে রোমে যান ।
৯.১২৯. সেন্ট অগাস্টিন কখন খ্রিস্টধর্মে দীক্ষা নেন?
উত্তর : সেন্ট অগাস্টিন ৩৮৬ খ্রিস্টাব্দে খ্রিস্টধর্মে দীক্ষা নেন ।
৯.১৩০. কত খ্রিস্টাব্দে সেন্ট অগাস্টিন বিশপ এমব্রোসের নিকট দীক্ষা নেন?
উত্তর : ৩৮৭ খ্রিস্টাব্দে সেন্ট অগাস্টিন বিশপ এমব্রোসের নিকট দীক্ষা নেন ৷ ৯.১৩১. অগাস্টিন কত খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় ফিরে যান?
উত্তর : অগাস্টিন ৩৯১ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় ফিরে যান ।
৯.১৩২. সেন্ট অগাস্টিন কোথাকার বিশপ ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিন আফ্রিকার হিপ্পো নামক স্থানের বিশপ ছিলেন । ৯.১৩৩. সেন্ট অগাস্টিন হিপ্পোর বিশপের পদ গ্রহণ করেন কত খ্রিস্টাব্দে?
উত্তর : সেন্ট অগাস্টিন হিপ্পোর বিশপের পদ গ্রহণ করেন ৩৯৬ খ্রিস্টাব্দে ।
৯.১৩৪. সেন্ট অগাস্টিন একাধারে কী কী দায়িত্ব পালন করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন একাধারে যাজক, শিক্ষক, ধর্মপ্রচারক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ।
৯.১৩৫. সেন্ট অগাস্টিন কার সাথে সাক্ষাৎ করতে রোম থেকে মিলানে যান ?
উত্তর : সেন্ট অগাস্টিন বিশপ এমব্রোসের সাথে সাক্ষাৎ করতে রোম থেকে মিলানে যান ।
৯.১৩৬. সেন্ট অগাস্টিন এমব্রোসের সাথে সাক্ষাতের পর কীসের প্রতি অনুরক্ত হয়ে পড়েন?
উত্তর : সেন্ট অগাস্টিন এমব্রোসের সাথে সাক্ষাতের পর নব্যপ্লেটোনিজমের প্রতি অনুরক্ত হয়ে পড়েন ।
৯.১৩৭. নব্যপ্লেটোনিজম তত্ত্বে সেন্ট অগাস্টিন কীসের সমাধান খুঁজে পান ?
উত্তর : নব্যপ্লেটোনিজম তত্ত্বে সেন্ট অগাস্টিন সৃষ্টিকর্তার অস্তিত্ব ও অশুভ শক্তির উদ্ভব সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে পান । ৯.১৩৮. সেন্ট অগাস্টিন কোন দুই ধারার মধ্যে নিশ্চিতভাবে সীমারেখা টানেন?
উত্তর : সেন্ট অগাস্টিন যুক্তিবাদ ও বিশ্বাসবাদ ধারার মধ্যে নিশ্চিতভাবে সীমারেখা টানেন ।
৯.১৩৯. সেন্ট অগাস্টিন কোন ধর্ম বিষয়ক চিন্তাবিদ ছিলেন?
উত্তর : সেন্ট অগাস্টিন খ্রিস্টধর্ম বিষয়ক চিন্তাবিদ ছিলেন।
৯.১৪০. অগাস্টিনের চিন্তাধারা কোন দুই গ্রন্থের মাধ্যমে প্রকাশিত হয়?
উত্তর : সেন্ট অগাস্টিনের চিন্তাধারা 'দি কনফেসনস' ও 'দি সিটি অব গড' গ্রন্থদ্বয়ের মাধ্যমে প্রকাশিত হয় । ৯.১৪১. সেন্ট অগাস্টিনের বিখ্যাত গ্রন্থ কয়টি?
উত্তর : সেন্ট অগাস্টিনের বিখ্যাত গ্রন্থ দুটি।
১.১৪২. সেন্ট অগাস্টিন রচিত প্রথম গ্রন্থের নাম কী?
উত্তর : সেন্ট অগাস্টিন রচিত প্রথম গ্রন্থের নাম হলো "The Confessions'.
9.183. 'The Confessions' কে রচনা করেন?
উত্তর : The Confessions' সেন্ট অগাস্টিন রচনা করেন ।
৯.১৪৪. 'The Confessions' কী জাতীয় গ্রন্থ?
উত্তর : The Confessions' আত্মচরিতমূলক গ্ৰন্থ ।
৯.১৪৫. 'The Confessions' গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়?
উত্তর : The Confessions' গ্রন্থটি ৩৯৭–৪০১ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় ।
৯.১৪৬. 'The Confessions' গ্রন্থের বিষয়বস্তু কী?
উত্তর : The Confessions' গ্রন্থের বিষয়বস্তু হলো' একক ব্যক্তির সত্য ও ন্যায়ের পথ সন্ধান এবং স্রষ্টার পথে আসতে আগ্রহী সমগ্র জাতির পথ নির্দেশনা পাওয়া যায় ।
১.১৪৭. সেন্ট অগাস্টিনের দ্বিতীয় রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : সেন্ট অগাস্টিনের দ্বিতীয় রচিত গ্রন্থের নাম হলো 'The City of God', ১.১৪৮. সেন্ট অগাস্টিনের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : সেন্ট অগাস্টিনের বিখ্যাত গ্রন্থের নাম হলো 'The City of God'.
১.১৪৯. 'City of God' গ্রন্থটি কে লেখেছেন ?
অথবা, 'City of God' কার লেখা?
উত্তর : 'City of God' গ্রন্থটি লেখেছেন সেন্ট অগাস্টিন ।
৯.১৫০. 'The City of God' রচনা করতে সেন্ট অগাস্টিনের কত বছর সময় লেগেছিল?
উত্তর : 'The City of God' রচনা করতে সেন্ট অগাস্টিনের ১৩ বছর সময় লেগেছিল ১.১৫১. সেন্ট অগাস্টিন 'The City of God' গ্রন্থটি কত খ্রিস্টাব্দের মধ্যে রচনা করেন?
উত্তর : সেন্ট অগাস্টিন 'The City of God' গ্রন্থটি ৪১৩–৪২৫ খ্রিস্টাব্দের মধ্যে রচনা করেন । ১.১৫২. 'The City of God' গ্রন্থটি কয় খণ্ডে বিভক্ত?
উত্তর : 'The City of God' গ্রন্থটি ২২ খণ্ডে বিভক্ত ৷
১.১৫৩. 'দি সিটি অব গড' গ্রন্থের ২২ খণ্ডকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর : ‘দি সিটি অব গড' গ্রন্থের ২২ খণ্ডকে দুটি ভাগে ভাগ করা যায় ।
১.১৫৪. 'দি সিটি অব গড়' গ্রন্থের প্রথম ভাগ বা প্রথম ১০ খণ্ডে কীসের বিবরণ তুলে ধরেন?
উত্তর : “দি সিটি অব গড' গ্রন্থের প্রথম ভাগ বা প্রথম ১০ খণ্ডে অগাস্টিন অবিশ্বাসীদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা চিন্তার অসারতার কথা তুলে ধরেন ।
১.১৫৫. ‘দি সিটি অব গডের' শেষ ১২ খণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘দি সিটি অব গড়ের' শেষ ১২ খণ্ডের বিষয়বস্তু হলো স্রষ্টার রাজ্য ও জাগতিক রাজ্যের বর্ণনা ।
৯.১৫৬. অগাস্টিনের মতে, জাগতিক রাজ্যের ইতিহাস কীসে পরিপূর্ণ?
উত্তর : অগাস্টিনের মতে, জাগতিক রাজ্যের ইতিহাস জরা, মৃত্যু, পাপাচার ও মানুষের ব্যর্থতার বিবরণে পরিপূর্ণ । ১.১৫৭. অগাস্টিনের মতে, স্রষ্টার রাজ্যের ইতিহাসের সময়কাল কত?
উত্তর : অগাস্টিনের মতে, স্রষ্টার রাজ্যের ইতিহাসের সময়কাল হলো আদম সৃষ্টি থেকে শুরু করে যিশুর সময়কাল পর্যন্ত একটি অর্থপূর্ণ ক্রমোন্নতি ও বিকাশের ইতিহাস ।
৯.১৫৮. অগাস্টিনের মতে, মানুষ একই সাথে কয়টি নগরের অধিবাসী?
উত্তর : অগাস্টিনের মতে, মানুষ একই সাথে দুটি নগরের অধিবাসী
৯.১৫৯. 'The City of God' গ্রন্থে কোন ভাবাদর্শ স্পষ্টভাবে প্রকাশিত হয়?
উত্তর : 'The City of God' গ্রন্থে বিশ্বের সৃষ্টি, বিকাশ ও পরিণতি সম্পর্কে ভাবাদর্শ স্পষ্টভাবে প্রকাশিত হয় । ১.১৬০. দুই রাষ্ট্রতত্ত্বের জনক কে?
উত্তর : দুই রাষ্ট্রতত্ত্বের জনক হলেন সেন্ট অগাস্টিন 1 ১.১৬১. কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়?
উত্তর : সেন্ট অগাস্টিনকে মধ্যযুগের স্থপতি বলা হয় ।
৯.১৬২. দুই তরবারি তত্ত্বের জনক কে?
উত্তর : দুই তরবারি তত্ত্বের জনক হলেন সেন্ট অগাস্টিন। ৯.১৬৩. ধর্মের আলোকে মানব ইতিহাসের ব্যাখ্যা দিয়েছেন কে ?
উত্তর : ধর্মের আলোকে মানব ইতিহাসের ব্যাখ্যা দিয়েছেন সেন্ট অগাস্টিন। ৯.১৬৪. সেন্ট অগাস্টিন খ্রিস্টধর্ম রক্ষার্থে কয়টি কাজের কথা উল্লেখ করেছেন?
উত্তর : সেন্ট অগাস্টিন খ্রিস্টধর্ম রক্ষার্থে তিনটি কাজের কথা উল্লেখ করেছেন । ৯.১৬৫. বিধাতার রাষ্ট্র কী?
উত্তর : যে রাষ্ট্রে মানুষ আত্মার প্রতিনিধিত্ব করে তাকে বিধাতার রাষ্ট্র বলা হয়।
৯.১৬৬. পার্থিব রাষ্ট্র কী?
উত্তর : দৈহিক গুণাবলির প্রতীককে পার্থিব রাষ্ট্র বলে । ৯.১৬৭. সেন্ট অগাস্টিন মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে?
উত্তর : সেন্ট অগাস্টিন মৃত্যুবরণ করেন ৪৩০ খ্রিস্টাব্দে ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]