‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের বিষয়বস্তু কী?


৯.১৬৮. জিয়াউদ্দিন বারানি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি ১২৮৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন । জিয়াউদ্দিন বারানি কোন অঞ্চলে জন্মগ্রহণ করেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী বারান অঞ্চলে জন্মগ্রহণ করেন । ৯.১৭০. জিয়াউদ্দিন বারানি পিতার দিক থেকে কোন বংশের ছিলেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি পিতার দিক থেকে শেখ বংশের ছিলেন।
৯.১৭১. জিয়াউদ্দিন বারানি মাতার দিক থেকে কোন বংশের ছিলেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি মাতার দিক থেকে সৈয়দ বংশের ছিলেন ।
৯.১৭২. কোন সুলতানের শাসনামলে জিয়াউদ্দিন বারানি দিল্লিতে আগমন করেন?
উত্তর : সুলতান জালাল উদ্দিন খলজির রাজত্বকালে (১২৯০–১২৯৬) জিয়াউদ্দিন বারানি দিল্লিতে আগমন করেন। ৯.১৭৩. জিয়াউদ্দিন বারানি কার হাত ধরে দিল্লিতে আসেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি পিতার হাত ধরে দিল্লিতে আসেন ।
৯.১৭৪. জিয়াউদ্দিন বারানির পিতার নাম কী?
উত্তর : জিয়াউদ্দিন বারানির পিতার নাম মুইদ উল মুলক ।
৯.১৭৫. জিয়াউদ্দিন বারানির পিতা কী ছিলেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানির পিতা ছিলেন খলজি রাজদরবারে উচ্চপদস্থ কর্মচারী।
৯.১৭৬. জিয়াউদ্দিন বারানি কোথায় শিক্ষালাভ করেন ?
উত্তর : জিয়াউদ্দিন বারানি শিক্ষানগরী দিল্লিতে শিক্ষালাভ করেন ।
৯.১৭৭. জিয়াউদ্দিন বারানি কোন বংশের রাজকর্মচারী ছিলেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি তুঘলক রাজবংশের কর্মচারী ছিলেন ।
৯.১৭৮. জিয়াউদ্দিন বারানির আর্থিক অনটন দূর হয় কার আনুকূল্যে?
উত্তর : জিয়াউদ্দিন বারানির আর্থিক অনটন দূর হয় সুলতান ফিরোজ শাহ তুঘলকের অনুকূল্যে ।
৯.১৭৯. জিয়াউদ্দিন বারানি মুহাম্মদ বিন তুঘলকের অধীনে কী ছিলেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি মুহাম্মদ বিন তুঘলকের অধীনে নাদিম ছিলেন ।
৯.১৮০. জিয়াউদ্দিন বারানি কোন শাসকের রাজকর্মচারী নিযুক্ত হন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজকর্মচারী নিযুক্ত হন ।
৯.১৮১. সুলতানি আমলে কোন ঐতিহাসিক সরকারি পৃষ্ঠপোষকতায় ইতিহাস রচনা করেন?
উত্তর : সুলতানি আমলে জিয়াউদ্দিন বারানি সরকারি পৃষ্ঠপোষকতায় ইতিহাস রচনা করেন ।
৯.১৮২. ফিরোজ শাহ তুঘলকের রাজ ঐতিহাসিক কে ছিলেন?
উত্তর : ফিরোজ শাহ তুঘলকের রাজ ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বারানি ।
৯.১৮৩. জিয়াউদ্দিন বারানি কোন সুলতানের পৃষ্ঠপোষকতায় ইতিহাস গ্রন্থ রচনা করেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি সুলতান ফিরোজ শাহ তুঘলকের পৃষ্ঠপোষকতায় ইতিহাস গ্রন্থ রচনা করেন ।
৯.১৮৪. জিয়াউদ্দিন বারানি কোন আমলের ঐতিহাসিক ছিলেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি সুলতানি আমলের ঐতিহাসিক ছিলেন।
১.১৮৫. সুলতানি আমলের শ্রেষ্ঠ ঐতিহাসিক কে?
উত্তর : সুলতানি আমলের শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি 1
৯.১৮৬. গতানুগতিক ধারা থেকে ভিন্নতর প্রক্রিয়ায় ইতিহাস চর্চার শুভসূচনা করেন কে?
উত্তর : গতানুগতিক ধারা থেকে ভিন্নতর প্রক্রিয়ায় ইতিহাস চর্চার শুভসূচনা করেন জিয়াউদ্দিন বারানি।
১.১৮৭. জিয়াউদ্দিন বারানি রচিত বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : জিয়াউদ্দিন বারানি রচিত বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম হলো 'তারিখ ই ফিরোজশাহি'।
১.১৮৮. 'তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থে কোন শাসকের শাসনামল বর্ণিত রয়েছে?
উত্তর : ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থে সুলতান ফিরোজশাহের শাসনামল বর্ণিত রয়েছে।
১.১৮৯. জিয়াউদ্দিন বারানি রচিত দুটি গ্রন্থের নাম লেখ ।
উত্তর : জিয়াউদ্দিন বারানি রচিত দুটি গ্রন্থের নাম হলো— ‘তারিখ ই ফিরোজশাহি' ও 'ফতোয়া ই জাহান্দারি'। ১.১৯০. ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের রচয়িতা কে?
অথবা, ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থটি কার রচনা?
উত্তর : ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি ।
১.১৯১. ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের বিষয়বস্তু কী?
উত্তর : ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের বিষয়বস্তু হলো ফিরোজশাহ তুঘলক ও গিয়াসউদ্দিন বলবনের সময়কালের বাস্তবমুখী ও ধর্মভিত্তিক ইতিহাস ।
১.১৯২. ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থে কয়জন সুলতানের ইতিহাস রয়েছে?
উত্তর : “তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থে ৮ জন সুলতানের ইতিহাস রয়েছে ।
১.১৯৩, তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থটি জিয়াউদ্দিন বারানি কত খ্রিস্টাব্দে রচনা কার্য শেষ করেন ?
উত্তর : ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থটি জিয়াউদ্দিন বারানি ১৩৫৭ খ্রিস্টাব্দে কার্য শেষ করেন ।
১.১৯৪. জিয়াউদ্দিন বারানির তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের সাথে কোন গ্রন্থ যোগ করলে তার ইতিহাস দর্শন ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যয়?
উত্তর : জিয়াউদ্দিন বারানির তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থের সাথে ‘ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থ যোগ করলে তার ইতিহাস দর্শন ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় ।
১.১৯৫. ফতোয়া ই জাহান্দারি' গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘ফতোয়া ই জাহান্দারি' গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বারানি ।
১.১৯৬. ‘ফতোয়া ই জাহান্দারি' কোন ধরনের গ্রন্থ?
উত্তর : ‘ফতোয়া ই জাহান্দারি' একটি উপদেশমূলক গ্রন্থ ।
৯.১৯৭. ‘ফতোয়া ই জাহান্দারি' গ্রন্থে কে কাকে উপদেশ দিয়েছেন?
উত্তর : ‘ফতোয়া ই জাহান্দারি' গ্রন্থে গজনীর সুলতান মাহমুদ তার ছেলে ও মুসলিম নৃপতিদেরকে উপদেশ দিয়েছেন । ১.১৯৮. জিয়াউদ্দিন বারানি কীসের আশায় ইতিহাস রচনা করেন ?
উত্তর : জিয়াউদ্দিন বারানি স্রষ্টার কৃপা লাভের আশায় ইতিহাস রচনা করেন ।
৯.১৯৯. জিয়াউদ্দিন বারানির ইতিহাস দর্শন কেমন ছিল?
উত্তর : জিয়াউদ্দিন বারানির ইতিহাস দর্শন ছিল বাস্তবমুখী ও ধর্মভিত্তিক ।
১.২০০. জিয়াউদ্দিন বারানির মতে ইতিহাস পাঠে মানুষ কত ধরনের উপকার পেতে পারে?
উত্তর : জিয়াউদ্দিন বারানির মতে, মানুষ ইতিহাস পাঠে সাত ধরনের উপকার পেতে পারে ।
৯.২০১. কোন ভারতীয় মুসলিম ঐতিহাসিক সর্বপ্রথম ভারতীয় ইতিহাস প্রণয়ন করেন? উত্তর : জিয়াউদ্দিন বারানি সর্বপ্রথম ভারতীয় ইতিহাস প্রণয়ন করেন ৷
১.২০২. জিয়াউদ্দিন বারানি ইতিহাসকে কী হিসেবে অভিহিত করেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি ইতিহাসকে বিজ্ঞানের রানি হিসেবে অভিহিত করেন ।
৯.২০৩. জিয়াউদ্দিন বারানির মতে, একজন ঐতিহাসিকের কোন কোন গুণ থাকা প্রয়োজন?
উত্তর : জিয়াউদ্দিন বারানির মতে, একজন ঐতিহাসিকের নিরপেক্ষ, নির্ভীক, সৎ ও সত্যবাদী গুণ থাকা প্রয়োজন । ৯.২০৪, বারানির মতে, মানবসমাজ ইতিহাস পাঠের মাধ্যমে কীসের সাথে পরিচিত হয়?
উত্তর : বারানির মতে, মানবসমাজ ইতিহাস পাঠের মাধ্যমে স্বর্গীয় গ্রন্থের সাথে পরিচিত হয় ।
৯.২০৫. “ইতিহাস হাদিসের যমজ ভাই।” উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হাদিসের যমজ ভাই।” উক্তিটি করেন জিয়াউদ্দিন বারানি ।
৯.২০৬. হাদিসের যমজ ভাই বলা হয় কাকে?
উত্তর : হাদিসের যমজ ভাই বলা হয় ইতিহাসকে ।
৯.২০৭. “বারানির ইতিহাস অবকাশ বঞ্জিনীর চর্চা নয়।” উক্তিটি কে করেছেন?
উত্তর : “বারানির ইতিহাস অবকাশ বঞ্জিনীর চর্চা নয়।” উক্তিটি করেছেন পি. হার্ডি ।
৯.২০৮. ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে দর্শনভিত্তিক প্রথম ইতিহাস রচয়িতা কে?
উত্তর : ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে দর্শনভিত্তিক প্রথম ইতিহাস রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি ।
৯.২০৯. ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থে কোন সময়কালের ইতিহাস পাওয়া যায়?
উত্তর : ‘তারিখ ই ফিরোজশাহি' গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলক হতে ফিরোজশাহ তুঘলকের রাজত্বের প্রথম সাত বছরের ইতিহাস জানা যায় ।
৯.২১০. কীসের জন্য বারানির ইতিহাস দর্শন খুবই সীমিত পরিসরে আবদ্ধ ছিল?
উত্তর : ধর্মীয় গোঁড়ামির জন্য বারানির ইতিহাস দর্শন খুবই সীমিত পরিসরে আবদ্ধ ছিল ।
৯.২১১. ইতিহাসের বিষয়বস্তু বলতে বারানি কী বুঝতেন?
উত্তর : ইতিহাসের বিষয়বস্তু বলতে জিয়াউদ্দিন বারানি নবি-রাসুল, রাজা, বাদশাহ ও সুলতান, বিখ্যাত ধর্মীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের কার্যাবলিকে বুঝতেন ।
৯.২১২. জিয়াউদ্দিন বারানির মতে, একজন ঐতিহাসিকের প্রধান দায়িত্ব কী ?
উত্তর : জিয়াউদ্দিন বারানির মতে, একজন ঐতিহাসিকের প্রধান দায়িত্ব হলো ইতিহাসের শিক্ষা শেখানো । ৯.২১৩. জিয়াউদ্দিন বারানির মতে, একজন ঐতিহাসিক তার লেখার জন্য কার নিকট জবাবদিহি করতে হবে?
উত্তর : জিয়াউদ্দিন বারানির মতে, একজন ঐতিহাসিক তার লেখার জন্য স্রষ্টার নিকট জবাবদিহি করতে হবে । ৯.২১৪. ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি অনৈসলামিক উপায়ে ক্ষমতা দখলকারী শাসকদের কতটি কর্তব্য নির্দিষ্ট করেন ? উত্তর : ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি অনৈসলামিক উপায়ে ক্ষমতা দখলকারী শাসকদের সাতটি কর্তব্য নির্দিষ্ট করে দেন । ৯.২১৫. জিয়াউদ্দিন বারানি তার ইতিহাস গ্রন্থটি কাদের উৎসর্গ করেন ?
উত্তর : জিয়াউদ্দিন বারানি তার ইতিহাস গ্রন্থটি স্রষ্টা ও সুলতানের প্রতি উৎসর্গ করেন।
৯.২১৬. কার সুদৃষ্টি আকর্ষণে জিয়াউদ্দিন বারানি ইতিহাস রচনা করেন?
উত্তর : সুলতান ফিরোজশাহ তুঘলকের সুদৃষ্টি আকর্ষণে জিয়াউদ্দিন বারানি ইতিহাস রচনা করেন । ৯.২১৭. জিয়াউদ্দিন বারানি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : জিয়াউদ্দিন বারানি ১৩৫৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
৯.২১৮. মধ্যযুগের রজার বেকন কাকে বলা হয় ।
উত্তর : মধ্যযুগের রজার বেকন ইবনে খালদুনকে বলা হয় ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]