ওলিউদ্দিন কার উপাধি? ‘আল মুকাদ্দিমার' অর্থ কী?

৯.২১৯. মধ্যযুগের কোন ঐতিহাসিক ইতিহাসকে বিজ্ঞান মনে করতেন?
উত্তর : মধ্যযুগের ইবনে খালদুন ইতিহাসকে বিজ্ঞান মনে করতেন ।
৯.২২০. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ইবনে খালদুন ১৩৩২ খ্রিস্টাব্দে ২৭ মে জন্মগ্রহণ করেন ।

১.২২১. ইবনে খালদুন কোথায় জন্মগ্রহণ করেন?
কতিপয় মহান ঐতিহাসিক
উত্তর : ইবনে খালদুন উত্তর আফ্রিকার তিউনিস শহরে জন্মগ্রহণ করেন । ১.২২২. ইবনে খালদুন কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : ইবনে খালদুন উত্তর আফ্রিকার তিউনিসের অধিবাসী ছিলেন ।
১.২২৩. ইবনে খালদুনের পুরো নাম কী?
উত্তর : ইবনে খালদুনের পুরো নাম হলো 'ওলিউদ্দিন আবু জাইদ আব্দুর রহমান ইবনে খালদুন আল হাযরামী'।
১.২২৪. ওলিউদ্দিন কার উপাধি?
উত্তর : ওলিউদ্দিন ইবনে খালদুনের উপাধি।
১.২২৫. পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ ইবনে খালদুনকে কী উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ ইবনে খালদুনকে ওলিউদ্দিন উপাধিতে ভূষিত করা হয় ।
১.২২৬. ওলিউদ্দিন শব্দের অর্থ কী?
উত্তর : ওলিউদ্দিন শব্দের অর্থ হলো ধর্মের অভিভাবক ।
১.২২৭. ইবনে খালদুনের ডাকনাম কী ছিল?
উত্তর : ইবনে খালদুনের ডাকনাম ছিল আবু জাইদ ৷
১.২২৮. ইবনে খালদুনের পিতার নাম কী?
উত্তর : ইবনে খালদুনের পিতার নাম হলো মুহাম্মদ
১.২২৯. ইবনে খালদুনের পূর্বপুরুষরা কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর : ইবনে খালদুনের পূর্ব পুরুষরা আরবের অধিবাসী ছিলেন।
৯.২৩০. ইবনে খালদুনের পিতা কী ছিলেন?
উত্তর : ইবনে খালদুনের পিতা ছিলেন তিউনিসের শাসন বিভাগের কর্তা ও সৈনিক ।
১.২৩১. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে তার পিতামাতাকে হারান?
উত্তর : ইবনে খালদুন ১৩৪৯ খ্রিস্টাব্দে 'প্লেগ' নামক মহামারিতে তার পিতামাতাকে হারান ।
৯.২৩২. ইবনে খালদুন কোন মাজহাবের অনুসারী ছিলেন?
উত্তর : ইবনে খালদুন মালেকি মাজহাবের অনুসারী ছিলেন ।
১.২৩৩. ইবনে খালদুনের হাদিস শাস্ত্রের গুরু কে ছিলেন?
উত্তর : ইবনে খালদুনের হাদিস শাস্ত্রের গুরু ছিলেন শামস উদ্দিন মুহাম্মদ ইবনে জাবির ইবনে সুলতান আলওয়াদি ওয়ালি ।
৯.২৩৪. ইবনে খালদুন কত বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন?
উত্তর : ইবনে খালদুন বিশ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন।
১.২৩৫. ইবনে খালদুন রাজনীতির শুরুতে কোন পদ গ্রহণ করেন?
উত্তর : ইবনে খালদুন রাজনীতির শুরুতে মরক্কোর রাজধানী ফেজ নগরে সুলতানের সেক্রেটারি পদ গ্রহণ করেন।
৯.২৩৬. ইবনে খালদুন স্পেনের রাষ্ট্রদূত নিযুক্ত হন কত খ্রিস্টাব্দে?
উত্তর : ইবনে খালদুন স্পেনের রাষ্ট্রদূত নিযুক্ত হন ১৩৬২ খ্রিস্টাব্দে ।
১.২৩৭. ইবনে খালদুন কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন?
১.২৩৮. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ইবনে খালদুন আলজেরিয়ার সুলতানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ।
অথবা, 'Kitab Ul Ibar' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের রচয়িতা হলেন ইবনে খালদুন ।
১.২৩৯. ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম হলো 'কিতাব আল ইবার' ।
৯.২৪০. ইবনে খালদুনের 'কিতাব আল ইবার' গ্রন্থের আরবি নাম কী?
(জা.বি. ২০১২/ (জা.বি. ২০১৭/
উত্তর : ইবনে খালদুনের 'কিতাব আল ইবার' গ্রন্থের আরবি নাম হলো 'মুকাদ্দিমা' ।
৯.২৪১. 'কিতাব আল ইবার' গ্রন্থের কোথায় 'আল মুকাদ্দিমা' লেখা আছে?
উত্তর : 'কিতাব আল ইবার' গ্রন্থের মুখবন্ধে আরবিতে 'আল মুকাদ্দিমা' লেখা আছে। ৯.২৪২. 'আল মুকাদ্দিমা' গ্রন্থটি ইবনে খালদুন কোথায় রচনা করেন?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' গ্রন্থটি ইবনে খালদুন 'কালাত ইবনে সালামাহ' দুর্গে রচনা করেন । ৯.২৪৩. ইবনে খালদুন 'কালাত ইবনে সালামাহ' দুর্গে কত বছর অবস্থান করেন?
উত্তর : ইবনে খালদুন 'কালাত ইবনে সালামাহ' দুর্গে চার বছর অবস্থান করেন ।
৯.২৪৪. “কালাত ইবনে সালামাহ' কোথায় অবস্থিত?
উত্তর : 'কালাত ইবনে সালামাহ' আলজেরিয়ার ওরানের সন্নিকটে অবস্থিত ।
৯.২৪৫. 'আল মুকাদ্দিমা' কোন বইয়ের ভূমিকা?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' হচ্ছে 'কিতাব আল ইবার' গ্রন্থের ভূমিকা ৯.২৪৬. ইবনে খালদুন কোন গ্রন্থ রচনা করে খ্যাতির শীর্ষে পৌঁছান?
উত্তর : ইবনে খালদুন ‘আল মুকাদ্দিমা' রচনা করে খ্যাতির শীর্ষে পৌছান ।
৯.২৪৭. ‘আল মুকাদ্দিমার' অর্থ কী?
উত্তর : ‘আল মুকাদ্দিমার' অর্থ হলো মুখবন্ধ বা ভূমিকা ৷
৯.২৪৮. ‘আল মুকাদ্দিমা' রচনার সময়কাল লেখ ৷
উত্তর : ‘আল মুকাদ্দিমা' রচনার সময়কাল হলো ১৩৭৫–১৩৭৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ।
৯.২৪৯. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের বিষয়বস্তু কী?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের বিষয়বস্তু হলো উত্তর আফ্রিকার মুসলমানদের ইতিহাস ।
৯.২৫০. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থটি কয় খণ্ডে বিভক্ত?
উত্তর : 'আল মুকাদ্দিমা' গ্রন্থটি ছয় খণ্ডে বিভক্ত ৷
৯.২৫১. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের প্রথম ভাগে কীসের পরিচয় তুলে ধরা হয়েছে?
উত্তর : 'আল মুকাদ্দিমা' গ্রন্থের প্রথম ভাগে সমাজবিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।
৯.২৫২. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের দ্বিতীয় ভাগে কীসের আলোচনা রয়েছে?
উত্তর : 'আল মুকাদ্দিমা' গ্রন্থের দ্বিতীয় ভাগে যাযাবর সমাজ, গোত্র ও অনগ্রসর জাতিসমূহ সম্পর্কে আলোচনা রয়েছে । ৯.২৫৩. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থের তৃতীয় ভাগের বিষয়বস্তু কী?
উত্তর : 'আল মুকাদ্দিমা' গ্রন্থের তৃতীয় ভাগের বিষয়বস্তু হলো রাষ্ট্র, আধ্যাত্মিক ও ইহজাগতিক ক্ষমতা এবং রাষ্ট্রীয় পদবিসমূহ ।
৯.২৫৪. ‘আল মুকাদ্দিমা' এর চতুর্থ ভাগে কীসের পরিচয় পাওয়া যায়?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' এর চতুর্থ ভাগে স্থায়ী সমাজ, নগর ও প্রদেশের বর্ণনার পরিচয় পাওয়া যায় ।
৯.২৫৫. ‘আল মুকাদ্দিমা' এর পঞ্চম খণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' এর পঞ্চম খণ্ডের বিষয়বস্তু হলো মানুষের জীবিকা উপার্জনের উপায় ও অর্থনৈতিক কর্মকাণ্ড ।
৯.২৫৬. ‘আল মুকাদ্দিমা' এর কোন খণ্ডে শিক্ষাব্যবস্থার বর্ণনা পাওয়া যায়?
উত্তর : 'আল মুকাদ্দিমা' এর ষষ্ঠ খণ্ডে শিক্ষাব্যবস্থার বর্ণনা পাওয়া যায় ৷
৯.২৫৭. ইবনে খালদুনের মতে, কোন অঞ্চল মানুষের বসবাসের জন্য সর্বাধিক উপযোগী?
উত্তর : ইবনে খালদুনের মতে, উত্তর ও দক্ষিণ মেরুর মাঝামাঝি অঞ্চল মানুষের বসবাসের জন্য সর্বাধিক উপযোগী।
৯.২৫৮. ইবনে খালদুন ইতিহাস দর্শনে কোন তত্ত্ব ব্যবহার করেন?
উত্তর : ইবনে খালদুন ইতিহাস দর্শনে আসাবিয়া তত্ত্ব ব্যবহার করেন।
৯.২৫৯. আসাবিয়া কী?
উত্তর : কোনো জনগোষ্ঠীর মধ্যে গোত্রপ্রীতি, সংহতি, একাত্মবোধ আসাবিয়া নামে অভিহিত । ৯.২৬০. আসাবিয়া শব্দের অর্থ কী?
উত্তর : আসাবিয়া শব্দের অর্থ হলো গোত্রপ্রীতি, সংহতি, দলানুভূতি বা একাত্মবোধ ।
৯.২৬১. আসাবিয়া কার মতবাদ?
অথবা, আসাবিয়া তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর : আসাবিয়া তত্ত্বের প্রবর্তক হলেন ইবনে খালদুন ।
৯.২৬২. উমরান বলতে কী বুঝ ?
উত্তর : প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা সামাজিক সংগঠন যদি কালক্রমে প্রসারিত হয়ে সভ্যতা ও সংস্কৃতির উন্মেষ ঘটে তাহলে সেই সভ্যতাকে উমরান বলে ।
৯.২৬৩. উমরান শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : উমরান শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।
৯.২৬৪. উমরান শব্দের অর্থ কী?
উত্তর : উমরান শব্দের অর্থ হলো তৈরি করা বা বাড়ানো ।
৯.২৬৫. ইলম আল উমরান শব্দের অর্থ কী ?
উত্তর : ইলম আল উমরান শব্দের অর্থ হলো সংস্কৃতির বিজ্ঞান । ৯.২৬৬. ইবনে খালদুন কী বুঝাতে উমরান শব্দটি প্রয়োগ করেন?
উত্তর : ইবনে খালদুন জনসংখ্যা বুঝাতে উমরান শব্দটি প্রয়োগ করেন ।
৯.২৬৭. কোন ঐতিহাসিক বংশ ও রাষ্ট্র একই অর্থে ব্যবহার করেন?
উত্তর : ঐতিহাসিক ইবনে খালদুন বংশ ও রাষ্ট্র একই অর্থে ব্যবহার করেন ।
৯.২৬৮. ইবনে খালদুন বংশ ও রাষ্ট্র শব্দের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করেন?
উত্তর : ইবনে খালদুন বংশ ও রাষ্ট্র শব্দের পরিবর্তে ‘দওলাহ' শব্দটি ব্যবহার করেন ।
৯.২৬৯. ইবনে খালদুনের মতে, ইতিহাসের লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি?
উত্তর : ইবনে খালদুনের মতে, ইতিহাসের লক্ষ্য ও উদ্দেশ্য দুটি।
৯.২৭০. ইবনে খালদুন কোন গ্রন্থে দ্বন্দ্ববাদ ও প্রগতির ধারণা বিশ্লেষণ করেছেন?
উত্তর : ইবনে খালদুন ‘আল-মুকাদ্দিমা' গ্রন্থে দ্বন্দ্ববাদ ও প্রগতির ধারণা বিশ্লেষণ করেছেন।
৯.২৭১. ইতিহাস বিকৃত করা কীসের শামিল?
উত্তর : ইতিহাস বিকৃত করা বিবেককে হত্যার শামিল ।
৯.২৭২. ইবনে খালদুনের মতে, একজন ঐতিহাসিকের লক্ষ্য কী হবে?
উত্তর : ইবনে খালদুনের মতে, একজন ঐতিহাসিকের লক্ষ্য হবে সত্যানুসন্ধান এবং ভুলভ্রান্তি সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখা । ৯.২৭৩. ইবনে খালদুন ইতিহাস রচনায় কয়টি ভুলের কারণ চিহ্নিত করেছেন?
উত্তর : ইবনে খালদুন ইতিহাস রচনায় সাতটি ভুলের কারণ চিহ্নিত করেছেন ।
৯.২৭৪. ইবনে খালদুনের মতে, রাষ্ট্র ও সমাজ গঠনের প্রথম উপাদান কী?
উত্তর : ইবনে খালদুনের মতে, রাষ্ট্র ও সমাজ গঠনের প্রথম উপাদান হলো আসাবিয়া । ৯.২৭৫. ইবনে খালদুনের মতে, রাষ্ট্র বা সমাজ গঠনের জন্য দ্বিতীয় উপাদান কী?
উত্তর : ইবনে খালদুনের মতে, রাষ্ট্র বা সমাজ গঠনের জন্য দ্বিতীয় উপাদান হলো ধর্ম। ৯.২৭৬. ইবনে খালদুন সমাজ, রাষ্ট্র ও সভ্যতার কী ধরনের ব্যাখ্যা প্রদান করেছেন?
উত্তর : ইবনে খালদুন সমাজ, রাষ্ট্র ও সভ্যতার জৈবিক ব্যাখ্যা প্রদান করেছেন । ৯.২৭৭. ইবনে খালদুনের মতে, একটি সামাজিক সংগঠন বা রাষ্ট্রের কয়টি স্তর রয়েছে?
উত্তর : ইবনে খালদুনের মতে, একটি সামাজিক সংগঠন বা রাষ্ট্রের তিনটি স্তর রয়েছে। ৯.২৭৮. রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্তর কী?
উত্তর : রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্তর হলো বিজয় স্তর ।
৯.২৭৯. সামাজিক সংগঠন বা রাষ্ট্রের তৃতীয় স্তর কী ?
উত্তর : সামাজিক সংগঠন বা রাষ্ট্রের তৃতীয় স্তর হলো অবক্ষয় ও পতনের যুগ ।
৯.২৮০. ইবনে খালদুনের মতে, কোনো রাজবংশ শৌর্যবীর্যের সাথে কত বছর রাষ্ট্র শাসন করতে পারে ?
উত্তর : ইবনে খালদুনের মতে, কোনো রাজবংশ শৌর্যবীর্যের সাথে ১২০ বছর রাষ্ট্র শাসন করতে পারে । ৯.২৮১. ‘আল মুকাদ্দিমা' গ্রন্থটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয় কত সালে?
উত্তর : ‘আল মুকাদ্দিমা' গ্রন্থটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয় ১৮৬০ সালে ।
৯.২৮২. কোন পণ্ডিত ইবনে খালদুনের ওপর গ্রন্থ রচনা করেন ?
উত্তর : ইরাকের পণ্ডিত মহসিন মাহদি ১৯৫৭ সালে ইবনে খালদুনের ওপর গ্রন্থ রচনা করেন । ৯.২৮৩. ইবনে খালদুনকে নিয়ে লিখিত গ্রন্থের নাম কী?
উত্তর : ইবনে খালদুনকে নিয়ে লিখিত গ্রন্থের নাম হলো ‘ইবনে খালদুন'স ফিলোসফি অব হিস্ট্রি'। ৯.২৮৪, ‘বিশ্ব ইতিহাস' (Universal History) গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : ‘বিশ্ব ইতিহাস' (Universal History) গ্রন্থটি ইবনে খালদুন রচনা করেন ।
৯.২৮৫. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ইবনে খালদুন ১৪০৬ খ্রিস্টাব্দের ১৯ মার্চ মৃত্যুবরণ করেন ।
৯.২৮৬. ইবনে খালদুনকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর : ইবনে খালদুনকে মিসরের কায়রো নগরীতে সমাহিত করা হয় ।
৯.২৮৭. মধ্যযুগের কোন মুসলিম ঐতিহাসিককে দার্শনিক হেগেল, কার্ল মার্কস প্রমুখের পথিকৃত বলে গণ্য করা হয়?
উত্তর : মধ্যযুগের ইবনে খালদুনকে দার্শনিক হেগেল, কার্ল মার্কস প্রমুখের পথিকৃত বলে গণ্য করা হয় ৷

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]