সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে অভিহিত করা হয়?

৯.২৮৮. সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে অভিহিত করা হয়?
উত্তর : সম্রাট আকবরের সভায় ঐতিহাসিক আবুল ফজলকে হেরোডোটাস বলে অভিহিত করা হয় ৷
৯.২৮৯. আবুল ফজল কে ছিলেন?
উত্তর : আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাকবি এবং বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক । ১.২৯০. আবুল ফজলের পুরো নাম কী?
উত্তর : আবুল ফজলের পুরো নাম হলো শাইখ আবু আল ফজল ইবনে মোবারক আল্লামী । ৯.২৯১. আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : আবুল ফজল ১৫৫১ খ্রিস্টাব্দের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন ।
৯.২৯২. আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আবুল ফজল ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন ।
৯.২৯৩. আবুল ফজলের পারিবারিক উপাধি কী ছিল?
উত্তর : আবুল ফজলের পারিবারিক উপাধি ছিল শেখ ।
৯.২৯৪. আবুল ফজলের পিতার নাম কী?
উত্তর : আবুল ফজলের পিতার নাম হলো শেখ মোবারক ।
৯.২৯৫. আবুল ফজলের পিতা কী ছিলেন?
উত্তর : আবুল ফজলের পিতা স্কুলের শিক্ষক ছিলেন ।
৯.২৯৬. আবুল ফজলের বড় ভাইয়ের নাম কী?
উত্তর : আবুল ফজলের বড় ভাইয়ের নাম হলো শেখ ফৈজি।
৯.২৯৭. আবুল ফজল কার মাধ্যমে সম্রাট আকবরের রাজদরবারে চাকরি পান ?
উত্তর : আবুল ফজল বড় ভাই ফৈজির মাধ্যমে সম্রাট আকবরের রাজদবারে চাকরি পান ।
৯.২৯৮. আবুল ফজল কত বছর বয়সে সম্রাট আকবরের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন?
উত্তর : আবুল ফজল ২২ বছর বয়সে সম্রাট আকবরের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন।
৯.২৯৯. আবুল ফজল কত খ্রিস্টাব্দে সম্রাট আকবরের দরবারে চাকরি পান ?
উত্তর : আবুল ফজল ১৫৭৪ খ্রিস্টাব্দে আকবরের দরবারে চাকরি পান ।
৯.৩০০. সম্রাট আকবরের কোন অভিযানের সময় আবুল ফজল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
উত্তর : সম্রাট আকবরের দাক্ষিণাত্য অভিযানের সময় আবুল ফজল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
১.৩০১. আবুল ফজল কার সভাকবি ছিলেন?
উত্তর : আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি ছিলেন।
৯.৩০২. আবুল ফজল সম্রাট আকবরের শাসনকালে কী কী পদে নিযুক্ত ছিলেন?
উত্তর : আবুল ফজল সম্রাট আকবরের শাসনকালে সেনাপতি, মনসবদার, রাজনীতিবিদ ও সভাকবি পদে নিযুক্ত ছিলেন । ৯.৩০৩. আবুল ফজল প্রথম কত হাজারী মনসবদার ছিলেন?
উত্তর : আবুল ফজল প্রথম পাঁচ হাজারী মনসবদার ছিলেন ।
৯.৩০৪. আবুল ফজল মোট কতটি গ্রন্থ রচনা করেন?
উত্তর : আবুল ফজল মোট দশটি গ্রন্থ রচনা করেন ।
৯.৩০৫. আবুল ফজল রচিত দুটি ইতিহাস গ্রন্থের নাম লেখ ৷
উত্তর : আবুল ফজল রচিত দুটি ইতিহাস গ্রন্থের নাম হলো : ‘আইন ই আকবরি', ‘আকবরনামা' ।
৯.৩০৬. ‘আকবরনামা' এর রচয়িতা কে?
উত্তর : ‘আকবরনামা' এর রচয়িতা হলেন ঐতিহাসিক আবুল ফজল ।
৯.৩০৭. ‘আকবরনামা' গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তর : ‘আকবরনামা' গ্রন্থটি ফারসি ভাষায় রচিত।
৯.৩০৮. ‘আকবরনামা' কোন সম্রাটকে নিয়ে রচিত হয়?
উত্তর : ‘আকবরনামা' সম্রাট আকবরকে নিয়ে রচিত হয়।
৯.৩০৯. ‘আকবরনামা' গ্রন্থটি কয় খণ্ডে বিভক্ত?
উত্তর : ‘আকবরনামা' গ্রন্থটি তিন খণ্ডে বিভক্ত ।
৯.৩১০. ‘আকবরনামা' এর প্রথম দুই খণ্ড কী ধরনের রচনা?
উত্তর : ‘আকবরনামা' এর প্রথম দুই খণ্ড বর্ণনামূলক রচনা ।
৯.৩১১. ‘আকবরনামা' এর তৃতীয় খণ্ড বা শেষ খণ্ড কী ধরনের রচনা?
উত্তর : ‘আকবরনামা' এর তৃতীয় বা শেষ খণ্ড তথ্যমূলক রচনা ।
৯.৩১২. ‘আকবরনামা' এর প্রথম খণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘আকবরনামা' এর প্রথম খণ্ডের বিষয়বস্তু হলো আদম সৃষ্টি থেকে আকবরের রাজত্বের সপ্তদশ বছর পর্যন্ত বর্ণনা ৷ ৯.৩১৩. ‘আকবরনামার' দ্বিতীয় খণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘আকবরনামা’র দ্বিতীয় খণ্ডের বিষয়বস্তু হলো আকবরের রাজত্বকালের ৪৬ বছরের ইতিহাস ।
৯.৩১৪. ‘আকবরনামা'র তৃতীয় খণ্ডের নাম কী?
উত্তর : ‘আকবরনামা’র তৃতীয় খণ্ডের নাম হলো ‘আইন ই আকবরি'।
৯.৩১৫. ‘আকবরনামা’র তৃতীয় খণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘আকবরনামার' তৃতীয় খণ্ডের বিষয়বস্তু হলো সম্রাট আকবরের রাজত্ব, প্রশাসন, সামাজিক ও ধর্মীয়সহ যাবতীয় বিষয়াবলি ।
৯.৩১৬. ‘আইন ই আকবরি'র রচয়িতা কে?
উত্তর : ‘আইন ই আকবরি' রচয়িতা হলেন আবুল ফজল ।
৯.৩১৭. ‘আইন ই আকবরি' কী?
উত্তর : ‘আইন ই আকবরি' হলো আবুল ফজল রচিত ‘আকবরনামা' গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম । ৯.৩১৮. ঐতিহাসিক আবুল ফজল ‘আকবরনামা' গ্রন্থটি কয় খণ্ডে শেষ করার পরিকল্পনা করেছিলেন?
উত্তর : ঐতিহাসিক আবুল ফজল ‘আকবরনামা' গ্রন্থটি পাঁচ খণ্ডে শেষ করার পরিকল্পনা করেছিলেন ।
৯.৩১৯. আবুল ফজল সম্রাট আকবরের জীবনকাল কত বছর আশা করেছিলেন?
উত্তর : আবুল ফজল সম্রাট আকবরের জীবনকাল ১২০ বছর আশা করেছিলেন ।
৯.৩২০. আবুল ফজলের ব্যুৎপত্তিগত পত্রাদি সংকলিত গ্রন্থের নাম কী ?
উত্তর : আবুল ফজলের ব্যুৎপত্তিগত পত্রাদি সংকলিত গ্রন্থের নাম হলো 'রোকআত-ই-আবুল ফজল'।
৯.৩২১. অসমাপ্ত ‘আকবরনামা' কে সমাপ্ত করেন?
উত্তর : অসমাপ্ত ‘আকবরনামা' মুহিব আলী খান সমাপ্ত করেন ।
৯.৩২২. কোন গ্রন্থের ওপর নির্ভর করে মুহিব আলি খান অসমাপ্ত ‘আকবরনামা' শেষ করেন?
উত্তর : ‘ইকবালনামা' গ্রন্থের ওপর নির্ভর করে মুহিব আলি খান অসমাপ্ত ‘আকবরনামা' শেষ করেন । ৯.৩২৩. ‘ইকবালনামা' কে রচনা করেন?
উত্তর : ‘ইকবালনামা' মুয়াতামাদ খান রচনা করেন ।
৯.৩২৪. ‘আকবরনামা' গ্রন্থে কত ধরনের সাল গণনার বর্ণনা রয়েছে?
উত্তর : ‘আকবরনামা' গ্রন্থে ২০ ধরনের সাল গণনার বর্ণনা রয়েছে। ৯.৩২৫. ‘আইন ই আকবরি' গ্রন্থে কত প্রকার জমির বর্ণনা পাওয়া যায় ।
উত্তর : ‘আইন ই আকবরি' গ্রন্থে চার প্রকার জমির বর্ণনা পাওয়া যায় ।
৯.৩২৬. আকবরের রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত?
উত্তর : আকবরের রাজস্ব ব্যবস্থা ‘আইন ই দশসালা' নামে পরিচিত ৯.৩২৭. ‘আইন ই দশসালার' অপর নাম কী?
উত্তর : ‘আইন ই দশসালার' অপর নাম হলো টোডরমলের বন্দোবস্ত ।
৯.৩২৮. ‘আইন ই আকবরি' কয়টি ভাগে বিভক্ত?
উত্তর : ‘আইন ই আকবরি' পাঁচটি ভাগে বিভক্ত ।
৯.৩২৯. কোন গ্রন্থটিকে আধুনিক কালের তথ্য বিবরণী (গেজেটিয়ার) বলা হয় ?
উত্তর : ‘আইন ই আকবরি'কে আধুনিক কালের তথ্য বিবরণী (গেজেটিয়ার) বলা হয় । ৯.৩৩০. ‘আইন ই আকবরি'র কোন ভাগে আবুল ফজলের আত্মজীবনীমূলক তথ্য পাওয়া যায়?
উত্তর : ‘আইন ই আকবরি'র পঞ্চম ভাগে আবুল ফজলের আত্মজীবনীমূলক তথ্য পাওয়া যায় । ৯.৩৩১. ‘আইন ই আকবরি'র কোন ভাগে হিন্দুদের বিভিন্ন ধ্যানধারণা আলোচনা করা হয়েছে?
উত্তর : ‘আইন ই আকবরি'র চতুর্থ ভাগে হিন্দুদের বিভিন্ন ধ্যানধারণা আলোচনা করা হয়েছে। ৯.৩৩২. আবুল ফজলের ইতিহাস দর্শনের মূল প্রতিপাদ্য কী ?
উত্তর : আবুল ফজলের ইতিহাস দর্শনের মূল প্রতিপাদ্য হলো ধারাবাহিকতা ও ঘটনার আবর্তন । ৯.৩৩৩. আবুল ফজল ‘আকবরনামা' গ্রন্থের তথ্যসংগ্রহের জন্য কত জন লোকের লিখিত সাক্ষ্য নেন?
উত্তর : আবুল ফজল ‘আকবরনামা' গ্রন্থের তথ্যসংগ্রহের জন্য প্রায় ২০ জন লোকের লিখিত সাক্ষ্য নেন ।
৯.৩৩৪. কে আবুল ফজলকে একজন চাটুকর ও উৎসের বিকৃতিকারক বলে দোষারোপ করেন?
উত্তর : ‘আকবরনামা'র অনুবাদক হেনরি বেভেরিজ আবুল ফজলকে একজন চাটুকর ও উৎসের বিকৃতিকারক বলে দোষারোপ করেন ।
৯.৩৩৫. আধুনিক কালের ‘আকবরনামা' কয়খণ্ডে বিভক্ত?
উত্তর : আধুনিক কালের ‘আকবরনামা' ছয় খণ্ডে বিভক্ত ৷
৯.৩৩৬. ‘আকবরনামা’র প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদক কে?
উত্তর : ‘আকবরামা’র প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদক হলেন ব্লকম্যান ।
৯.৩৩৭. ব্লকম্যান কোন সিরিজে ‘আকবরনামা'র প্রথম খণ্ড ইংরেজি অনুবাদ করেন?
উত্তর : ব্লকম্যান বিবলিওথিক ইন্ডিকা সিরিজে ‘আকবরনামা'র প্রথম খণ্ড ইংরেজি অনুবাদ করেন ।
৯.৩৩৮. কে ‘আকবরনামা'র দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের ইংরেজি অনুবাদ করেন?
উত্তর : কর্নেল জেরেট ‘আকবরনামা'র দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের ইংরেজি অনুবাদ করেন ।
৯.৩৩৯. ‘আকবরনামা'র বর্ণনামূলক তিন খণ্ডের ইংরেজি অনুবাদক কে?
উত্তর : ‘আকবরনামা'র বর্ণনামূলক তিনখণ্ডের ইংরেজি অনুবাদক হলেন হেনরি বেভেরিজ
৯.৩৪০. আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : আবুল ফজল ১৬০৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]