বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?

৯.৩৭৫. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কসকে।
৯.৩৭৬. ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেন কে?
উত্তর : ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেন কার্ল মার্কস ।
৯.৩৭৭. আধুনিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক সমাজতন্ত্রের জনক হলেন কার্ল মার্কস
৯.৩৭৮. কার্ল মার্কস কে ছিলেন?
উত্তর : কার্ল মার্কস ছিলেন আধুনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক । ৯.৩৭৯. কার্ল মার্কস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : কার্ল মার্কস ১৮১৮ সালে জন্মগ্রহণ করেন ।
১.৩৮০. কার্ল মার্কস কোন দেশের নাগরিক ছিলেন?
অথবা, কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর: কার্ল মার্কস জার্মানির নাগরিক ছিলেন।
৯.৩৮১. কার্ল মার্কস কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর : কার্ল মার্কস রাইন নদীর তীরে ট্রয় শহরে জন্মগ্রহণ করেন ৷
৯.৩৮২. কার্ল মার্কস কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
উত্তর : কার্ল মার্কস ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন । ৯.৩৮৩. কার্ল মার্কস কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন?
উত্তর : কার্ল মার্কস জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ৯.৩৮৪. কার্ল মার্কসের পরিবার কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করে?
উত্তর : কার্ল মার্কসের পরিবার ১৮২৪ সালে খ্রিস্টধর্ম গ্রহণ করে। ৯.৩৮৫. কার্ল মার্কস কত বছর বয়সে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
উত্তর : কার্ল মার্কস ছয় বছর বয়সে খ্রিস্টধর্ম গ্রহণ করেন ।
৯.৩৮৬. কার্ল মার্কসের পিতার নাম কী?
উত্তর : কার্ল মার্কসের পিতার নাম হেনরিখ মার্কস ।
৯.৩৮৭. কার্ল মার্কসের পিতা কী করতেন?
উত্তর : কার্ল মার্কসের পিতা ওকালতি করতেন।
৯.৩৮৮.কার্ল মার্কস কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর : কার্ল মার্কস টসাইটুং পত্রিকার সম্পাদক ছিলেন।
৯.৩৮৯. কার্ল মার্কস প্যারিসে কার সাথে সাক্ষাৎ করেন?
উত্তর : কার্ল মার্কস প্যারিসে দার্শনিক ফ্রেডরিখ এঙ্গেলস-এর সাথে সাক্ষাৎ করেন ।
৯.৩৯০. কার্ল মার্কস কত সালে 'শ্রমিক শিক্ষা সংঘ' গঠন করেন?
উত্তর : কার্ল মার্কস ১৮৪৫ সালে শ্রমিক শিক্ষা সংঘ' গঠন করেন ।
৯.৩৯১. Communist Manifesto কী?
উত্তর : Communist Manifesto হলো কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস কর্তৃক রচিত কমিউনিস্ট পার্টির ইশতাহার ।
১.৩৯২. 'Communist Manifesto' রচনা করেন কে?
উত্তর : 'Communist Manifesto' রচনা করেন কার্ল মার্কস।
৯.৩৯৩. Communist Manifesto এর রচনাকাল কত?
উত্তর : Communist Manifesto এর রচনাকাল হলো ১৮৪৮ সাল ।
9.394. Communism শব্দের অর্থ কী?
উত্তর : Communism কমিউনিজম শব্দের অর্থ হলো সাম্যবাদ ।
9.395. Communism শব্দটি কার্ল মার্কস কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন?
উত্তর : Communism শব্দটি কার্ল মার্কস 'Communist Manifesto' তে প্রথম ব্যবহার করেন ।
9.396. Communist Manifesto কয় খণ্ডে বিভক্ত?
উত্তর : Communist Manifesto চার খণ্ডে বিভক্ত ।
9.397. 'Das Kapital' কার রচনা?
উত্তর : 'Das Kapital' কার্ল মার্কসের রচনা ।
9.398. 'Das Kapital' কত সালে প্রকাশিত হয়?
উত্তর : 'Das Kapital' ১৮৬৭ সালে প্রকাশিত হয় ।
৯.৩৯৯. কার্ল মার্কসের কোন গ্রন্থ রুশ বিপ্লব সংঘটনে অবদান রাখে?
উত্তর : কার্ল মার্কসের 'Das Kapital' গ্রন্থ রুশ বিপ্লব সংঘটনে অবদান রাখে ।
৯.৪০০. কার্ল মার্কসের বিখ্যাত দুটি গ্রন্থের নাম লেখ ৷
উত্তর : কার্ল মার্কসের বিখ্যাত দুটি গ্রন্থের নাম 'Das Kapital' ও 'Communist Manifesto'.
৯.৪০১. সমাজতন্ত্রীদের বাইবেল নামে খ্যাত কোন গ্রন্থ?
উত্তর : সমাজতন্ত্রীদের বাইবেল নামে খ্যাত গ্রন্থ হলো 'Das Kapital.'
৯.৪০২. কার্ল মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম কী?
উত্তর : কার্ল মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম 'Das Kapital'.
৯.৪০৩. ডাস ক্যাপিটেল কত খণ্ডে প্রকাশিত হয়?
উত্তর : ডাস ক্যাপিটেল তিন খণ্ডে প্রকাশিত হয় ।
৯.৪০৪. কার্ল মার্কস কোথায় কমিউনিস্ট লীগ গঠন করেন?
উত্তর : কার্ল মার্কস ১৮৭১ সালে ব্রাসেলসে কমিউনিস্ট লীগ গঠন করেন ।
৯.৪০৫. কমিউনিস্ট লীগ কোন ধরনের সংগঠন ছিল?
উত্তর : কমিউনিস্ট লীগ গুপ্ত সংগঠন ছিল।
৯.৪০৬. ইতিহাসে বস্তুবাদী দর্শনের প্রবক্তা কে?
উত্তর : ইতিহাসে বস্তুবাদী দর্শনের প্রবক্তা হলেন কার্ল মার্কস ।
৯.৪০৭. জড়বাদ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উত্তর : জড়বাদ তত্ত্বের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস ।
৯.৪০৮. উদ্বৃত্ত মূল্য তত্ত্বটির প্রণেতা কে?
উত্তর : উদ্বৃত্ত মূল্য তত্ত্বটির প্রণেতা হলেন কার্ল মার্কস ।
৯.৪০৯. হেগেলের দ্বান্দ্বিকবাদকে ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণের উপযোগী করেন কে?
উত্তর : হেগেলের দ্বান্দ্বিকবাদকে ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণের উপযোগী করেন কার্ল মার্কস ।
৯.৪১০. কার্ল মার্কস আধুনিক সমাজতন্ত্রকে কয়টি মূলনীতির মাধ্যমে ব্যাখ্যা করেন?
উত্তর : কার্ল মার্কস আধুনিক সমাজতন্ত্রকে চারটি মূলনীতির মাধ্যমে ব্যাখ্যা করেন ৷
৯.৪১১. কার্ল মার্কসের সমাজতান্ত্রিক বিশ্লেষণ প্রক্রিয়া কী নামে অভিহিত?
উত্তর : কার্ল মার্কসের সমাজতান্ত্রিক বিশ্লেষণ প্রক্রিয়া দ্বান্দ্বিক আদর্শ নামে অভিহিত ।
৯.৪১২. মার্কসবাদ কী?
উত্তর : সমাজতান্ত্রিক আন্দোলনের মূলধারাকে মার্কসবাদ বলা হয় ।
৯.৪১৩. মার্কসবাদের মূলভিত্তি কী?
উত্তর : মার্কসবাদের মূলভিত্তি হলো সমাজতন্ত্র ।
9.414. "The history of all hitherto existing society is the history of class struggle." উক্তিটি কে করেন?
উত্তর : "The history of all hitherto existing society is the history of class struggle." উক্তিটি কার্ল মার্কস করেন । ৯.৪১৫. কার্ল মাকর্সের মতে, আধুনিক সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত?
উত্তর : কার্ল মাকর্সের মতে, আধুনিক সমাজ দুইটি শ্রেণিতে বিভক্ত। যথা : ১. বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণি ও ২. প্রলেতারিয়েত বা শ্রমজীবী শ্রেণি ।
৯.৪১৬. শ্রেণিসংগ্রাম তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : শ্রেণিসংগ্রাম তত্ত্বের প্রবক্তা হলেন কার্ল মার্কস ।
৯.৪১৭. মার্কস ও এঙ্গেলস শ্রেণিসংগ্রাম তত্ত্ব প্রচার শুরু করেন কত সালে?
উত্তর : মার্কস ও এঙ্গেলস শ্রেণিসংগ্রাম তত্ত্ব প্রচার শুরু করেন ১৮৪৮ সালে।
১.৪১৮. 'The Holy Family' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : The Holy Family' গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস ।
৯.৪১৯. 'The German Ideology' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : 'The German Ideology' গ্রন্থটি কার্ল মার্কস রচনা করেন ।
৯.৪২০. 'Contribution to the critique of political, Economy' কার গ্রন্থ?
উত্তর : 'Contribution to the critique of political, Economy' কার্ল মার্কসের গ্রন্থ ।
১.৪২১. Economic determinism অর্থ কী?
উত্তর : Economic determinism অর্থ হলো অর্থনৈতিক অদৃষ্টবাদ ।
১.৪২২. The dialectical model কথাটির অর্থ কী?
উত্তর : The dialectical model কথাটির অর্থ হলো দ্বান্দ্বিক আদর্শ ।
৯.৪২৩. Historical Materialism অর্থ কী?
উত্তর : Historical Materialism অর্থ হলো ঐতিহাসিক বস্তুবাদ ।
৯.৪২৪. “কালের ইতিহাস আর কিছু নয় শ্রেণিসংগ্রামের ইতিহাস।”— কে বলেছেন?
উত্তর : “কালের ইতিহাস আর কিছু নয় শ্রেণিসংগ্রামের ইতিহাস।”— বলেছেন কার্ল মার্কস । ৯.৪২৫. মার্কসীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য কী?
উত্তর : মার্কসীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রেণিসংগ্রাম ।
৯.৪২৬. মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কী?
উত্তর : মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য হলো শ্রেণি বিভেদ উচ্ছেদ করা।
৯.৪২৭. কার্ল মার্কস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কার্ল মার্কস ১৮৮৩ সালে মৃত্যুবরণ করেন ।
৯.৪২৮. কার্ল মার্কসের জীবনকাল লেখ ৷
উত্তর : কার্ল মার্কসের জীবনকাল হলো ১৮১৮–১৮৮৩ সাল পর্যন্ত ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]