. কত সালে 'কমিউনিস্ট লীগ' গঠিত হয়?

৯.৪৬০. ফ্রেডরিখ এঙ্গেলস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস ১৮২০ সালে জন্মগ্রহণ করেন ।
৯.৪৬১. ফ্রেডরিখ এঙ্গেলস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস জার্মানির বারমানে জন্মগ্রহণ করেন ।
৯.৪৬২. ফ্রেডরিখ এঙ্গেলসের পরিবার কী ধরনের ছিল?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলসের পরিবার রক্ষণশীল এবং গোড়া ধর্মীয় ছিল । ৯.৪৬৩. ফ্রেডরিখ এঙ্গেলস কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস ১৮৪২ সালে সেনাবাহিনীতে যোগদান করেন । ৯.৪৬৪. ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস যৌথভাবে কোন সংগঠন প্রতিষ্ঠা করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস যৌথভাবে ‘কমিউনিস্ট লীগ' প্রতিষ্ঠা করেন ।
৯.৪৬৫. কত সালে 'কমিউনিস্ট লীগ' গঠিত হয়?
উত্তর : ১৮৪৮ সালে 'কমিউনিস্ট লীগ' গঠিত হয় ।
৯.৪৬৬. এঙ্গেলসের দারিদ্র্যের সময় পরিবারের ব্যয়ভার বহন করেন কে?
উত্তর : এঙ্গেলসের দারিদ্র্যের সময় পরিবারের ব্যয়ভার বহন করেন কার্ল মার্কস ।
৯.৪৬৭. 'German Philosophy' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : 'German Philosophy' গ্রন্থটি ফ্রেডরিখ এঙ্গেলস রচনা করেন ।
৯.৪৬৮. 'The Condition of the Working Class in England' গ্রন্থটি কার?
উত্তর : 'The Condition of the Working Class in England' গ্রন্থটি ফ্রেডরিখ এঙ্গেলসের ।
৯.৪৬৯. কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস যৌথভাবে রচিত গ্রন্থগুলোর নাম কী?
উত্তর : কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেল যৌথভাবে রচিত গ্রন্থগুলো হলো The Communist Manifesto, The
Holy Family German Ideology.
৯.৪৭০. “দর্শন কোনো রহস্য লোক নয়।”— এটি কার উক্তি?
উত্তর : “দর্শন কোনো রহস্য লোক নয়।”— এটি ফ্রেডরিখ এঙ্গেলস-এর উক্তি ।
৯.৪৭১. ফ্রেডরিখ এঙ্গেলসের মতে, দর্শনের ভূমিকা কী হবে?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলসের মতে, দর্শনের ভূমিকা হবে জ্ঞানবিজ্ঞানের সকল শাখাকে সমন্বিত ও সংযুক্ত করে জানার কৌশল উদ্ভাবনে মানুষকে সাহায্য করা ।
৯.৪৭২. মার্কসবাদকে বিশ্বদর্শন বলে অভিমত পোষণ করেন কে?
উত্তর : মার্কসবাদকে বিশ্বদর্শন বলে অভিমত পোষণ করেন ফ্রেডরিখ এঙ্গেলস ।
৯.৪৭৩. মার্কসবাদ কী ভিত্তিক মতবাদ?
উত্তর : মার্কসবাদ বিজ্ঞানভিত্তিক মতবাদ ।
৯.৪৭৪. মার্কসীয় দর্শন কীসে বিশ্বাসী?
উত্তর : মার্কসীয় দর্শন বিবর্তনবাদে বিশ্বাসী ।
৯.৪৭৫. মার্কসবাদ কী ধরনের বিশ্বদর্শন?
উত্তর : মার্কসবাদ হলো একটি বিপ্লবী বিশ্বদর্শন।
৯.৪৭৬. রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে ফ্রেডরিখ রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে ফ্রেডরিখ রচিত গ্রন্থের নাম হলো The Origin of the Family ও Private Property and the State.
৯.৪৭৭. “রাষ্ট্র একশ্রেণি কর্তৃক অপর শ্রেণিকে শোষণ করার হাতিয়ার ব্যতীত আর কিছুই নয়।” -ধারণাটি?
উত্তর : “রাষ্ট্র একশ্রেণি কর্তৃক অপর শ্রেণিকে শোষণ করার হাতিয়ার ব্যতীত আর কিছুই নয়।” ফ্রেডরিখ এঙ্গেলসের । ধারণাটি
৯.৪৭৮. মার্কসের মৃত্যুর পর কে মার্কসবাদের মুখপাত্রের ভূমিকা পালন করেন?
উত্তর : মার্কসের মৃত্যুর পর ফ্রেডরিখ এঙ্গেলস মার্কসবাদের মুখপাত্রের ভূমিকা পালন করেন ।
৯.৪৭৯. মার্কসীয় দর্শন কোন নীতির ওপর স্থাপিত ?
উত্তর : মার্কসীয় দর্শন দ্বান্দ্বিক বস্তুবাদ নীতির ওপর স্থাপিত ।
৯.৪৮০. ফ্রেডরিখ এঙ্গেলস মার্কসবাদী তত্ত্বকে কয়টি শিরোনামে ব্যাখ্যা করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস মার্কসবাদী তত্ত্বকে তিনটি শিরোনামে ব্যাখ্যা করেন ।
৯.৪৮১. নোডাল পয়েন্ট কী?
উত্তর : যে অবস্থায় কোনোকিছুর হঠাৎ পরিবর্তন ঘটে তাকে নোডাল পয়েন্ট বলা হয় । ৯.৪৮২. 'Nodal line' কী?
উত্তর : ক্রমশ পরিমাণগত পরিবর্তন সাধিত হয়ে যখন চূড়ান্ত স্তরে পৌছায় তখন তাকে 'Nodal line' বলে । ৯.৪৮৩. পরিমাণগত পরিবর্তন থেকে কোন পরিবর্তনের উদ্ভব?
উত্তর : পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের উদ্ভব।
৯.৪৮৪. ফ্রেডরিখ এঙ্গেলস কোন গ্রন্থে দ্বান্দ্বিক পদ্ধতির প্রমাণ উপস্থাপন করেছেন?
উত্তর : ফেডরিখ এঙ্গেলস Anti During এবং Dialecties of Nature গ্রন্থে দ্বান্দ্বিক পদ্ধতির প্রমাণ উপস্থাপন করেছেন ।
৯.৪৮৫. কারা যৌথভাবে আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস ও কার্ল মার্কস যৌথভাবে আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন ।
৯.৪৮৬. ফ্রেডরিখ এঙ্গেলসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলেন কার্ল মার্কস।
৯.৪৮৭. ফ্রেডরিখ এঙ্গেলস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস ১৮৯৫ সালে মৃত্যুবরণ করেন ।
৯.৪৮৮. ফ্রেডরিখ এঙ্গেলস কোন শহরে মারা যান?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলস যুক্তরাজ্যের লন্ডন শহরে মারা যান।
৯.৪৮৯, ফ্রেডরিখ এঙ্গেলসের জীবনকাল কত?
উত্তর : ফ্রেডরিখ এঙ্গেলসের জীবনকাল হলো ১৮২০ খ্রিস্টাব্দ থেকে ১৮৯৫ খ্রিস্টাব্দ পর্যন্ত

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]