ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ কী?

১.০১. ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হলো History.
১.০২. হিস্ট্রি বা 'History' এর আভিধানিক অর্থ কী?
উত্তর : হিস্ট্রি বা 'History' এর আভিধানিক অর্থ হলো গবেষণা বা সত্যানুসন্ধান ।
১.০৩. ইংরেজি 'History' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ইংরেজি 'History' শব্দটি গ্রিক শব্দ 'Historia' থেকে এসেছে।
১.০৪. 'Historia' কোন ভাষার শব্দ?
উত্তর : 'Historia' গ্রিক ভাষার শব্দ ।
১.০৫. 'Historia' শব্দের অর্থ কী?
অথবা, 'Historia' শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর : 'Historia' শব্দের অর্থ হলো সত্য প্রকাশ করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত অনুসন্ধান ।
১.০৬. কোন শব্দ থেকে বাংলায় “ইতিহাস' শব্দটি এসেছে?
অথবা, বাংলায় ইতিহাস' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ‘ইতিহ' শব্দ থেকে বাংলায় ‘ইতিহাস' শব্দটি এসেছে।
১.০৭. ‘ইতিহ’ কোন ভাষার শব্দ?
উত্তর : ‘ইতিহ’ সংস্কৃত ভাষার শব্দ ।
১.০৮. ‘ইতিহ' শব্দের অর্থ কী?
উত্তর : ‘ইতিহ’ শব্দের অর্থ হলো সমাচার বা ব্যাপার অথবা ঐতিহ্য ।
১.০৯. ‘ঐতিহ্য' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : ‘ঐতিহ্য' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অতীতে যা ঘটেছে ।
১.১০. ‘ইতিহাস' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী দাঁড়ায়?
উত্তর : ‘ইতিহাস' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতি + হ = ইতিহ এবং অস্ + যজ্ঞ = আস। অর্থাৎ, ইতিহ
+ আস = ইতিহাস ।
লেকচার হ্যান্ডনোট সিরিজের অনার্স প্রথম বর্ষ 4. ইতিহাস পরিচিতি
১.১১. ‘আস' শব্দের অর্থ কী?
উত্তর : ‘আস' শব্দের অর্থ হলো নিক্ষেপ করা ৷
১.১২. হিস্ট্রি বা ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : হিস্ট্রি বা ইতিহাস শব্দটি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ব্যবহার করেন ।
১.১৩. ইতিহাস শব্দটি কোথায় সর্বপ্রথম ব্যবহারিত হয়?
উত্তর : ইতিহাস শব্দটি সর্বপ্রথম ঐতিহাসিক হেরোডোটাস তার গবেষণাকর্মের নামকরণে ব্যবহার করেন ৷ ১.১৪. কোন গ্রন্থে 'History' শব্দটি প্রথম ব্যবহার হয়?
উত্তর : গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের 'Historics' গ্রন্থে 'History' শব্দটি সর্বপ্রথম ব্যবহার হয় ।
১.১৫. গ্রিক কবি হোমারের কোন কাব্যে 'Historia' শব্দের ব্যবহার লক্ষ করা যায়?
উত্তর : গ্রিক কবি হোমারের ইলিয়াড কাব্যে 'Historia' শব্দের ব্যবহার লক্ষ করা যায়।
১.১৬. খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সংস্কৃত সাহিত্যের কোন গ্রন্থে ইতিহাস শব্দটির ব্যবহার লক্ষ করা যায়?
উত্তর : খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কৌটিল্যের অর্থশাস্ত্রে ইতিহাস শব্দটির ব্যবহার লক্ষ করা যায় ৷
১.১৭. প্রাচীন গ্রিসে হেরোডোটাসের পূর্বে ইতিহাসকে কী বলা হতো?
উত্তর : প্রাচীন গ্রিসে হেরোডোটাসের পূর্বে ইতিহাসকে বর্ষানুক্রমিক ঘটনার বিবরণ (Annals) বলা হতো ৷
১.১৮. আরবি সাহিত্যে ইতিহাসের পরিভাষা কী?
উত্তর : আরবি সাহিত্যে ইতিহাসের পরিভাষা হলো তারিখ ।
১.১৯. কে ইতিহাসকে সর্বপ্রথম কল্পকাহিনি, পুরাণ ও উপাখ্যান থেকে আলাদা করে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে গণ্য করেন?
উত্তর : ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসকে সর্বপ্রথম কল্পকাহিনি, পুরাণ ও উপাখ্যান থেকে আলাদা করে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে গণ্য করেন ৷
১.২০. “ইতিহাস হলো অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা।” উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হলো অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা।" —উক্তিটি হেরোডোটাসের।
১.২১. R. G. Collingwood এর ইতিহাসের সংজ্ঞাটি লেখ।
উত্তর : R. G. Collingwood এর ইতিহাসের সংজ্ঞাটি হলো “অতীত শুধু অতীত বলেই ইতিহাসের বিষয়বস্তু নয়; বরং সেই অতীতই ইতিহাস যার সাক্ষ্যপ্রমাণাদি আমাদের হাতে আছে।”
১.২২. R.G. Collingwood এর পুরো নাম কী ?
উত্তর : R.G. Collingwood এর পুরো নাম হলো Robin George Collingwood.
১.২৩. “ইতিহাস একটি বিজ্ঞানসম্মত পাঠ এবং মানবজাতির সম্পূর্ণ অতীতের একটি প্রামাণ্য দলিল।” ― কে বলেছেন?
উত্তর : “ইতিহাস একটি বিজ্ঞানসম্মত পাঠ এবং মানবজাতির সম্পূর্ণ অতীতের একটি প্রামাণ্য দলিল।"- বলেছেন V. D. Ghate.

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]