উত্তর ভূমিকা : ইতিহাস হলো অতীত নির্ভর। মানুষের অতীত কর্মের বিবরণকে আমাদের সামনে যথার্থভাবে উপস্থাপন করার জন্য ইতিহাস অনুসন্ধান কার্য পরিচালনা করে থাকে। এ ধরনের অনুসন্ধানিক কার্যের মাধ্যমেই ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয়। ইতিহাসের এ অনুসন্ধানিক দিকটি উন্মোচন করাই ‘রেসজেস্টা'।
রেসজেস্টা : মানুষের অতীত কর্মকাণ্ডের অনুসন্ধানকে ‘রেসজেস্টা' বলা হয়। 'Actions of human beings that have been done in the past.' অর্থাৎ, মানুষের অতীত কর্মকাণ্ডই হলো রেসজেস্টা। ইতিহাসকে বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সেই হিসেবে ইতিহাসও মানুষের অতীত কর্মকাণ্ড নিয়ে সত্যানুসন্ধান বা গবেষণা করে। যাকে সংক্ষিপ্তভাবে 'Res Gestae' হিসেবে আখ্যায়িত করা হয় ।
ইতিহাস মানুষ কর্তৃক সম্পাদিত কর্মের ওপর অনুসন্ধান পরিচালনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে । বিগত মানবসমাজ কী করেছে, কেন করেছে, কীভাবে করেছে, কোন কাজটি করার ফলে কী ঘটেছে, প্রভৃতি বিষয়ের ওপর ইতিহাস অনুসন্ধানমূলক কার্যক্রম পরিচালনা করে। একটি যথাযথ পদ্ধতিতে অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিহাস ভুল তথ্য পরিহার করে সঠিক তথ্য গ্রহণ করে।
নিজেকে যথাযথভাবে উপলব্ধি করতে রেসজেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের রাষ্ট্রীয় নীতি, সমাজসংস্কারক, জাতীয় বীর, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ প্রভৃতি নানাবিধ তাৎপর্যপূর্ণ দিক সম্পর্কে আমরা ইতিহাস থেকে জানতে পারি। যদি তা সত্যানুসন্ধানমূলক হয় তবে সে ইতিহাসই একমাত্র গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ইতিহাস। আর তাই রেসজেস্টা ইতিহাসের একটি অন্যতম দিক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষের অতীত কর্মকাণ্ড খুবই ব্যাপক বিষয় । এ ব্যাপকতার মাঝে ইতিহাস কতটুকু নিয়ে অনুসন্ধান চালাবে তা নিয়ে বিতর্কের অবকাশ আছে। তবে এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই যে, ইতিহাস মানুষের অতীত কার্যাবলির ওপর উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে ।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত