কালবিভাজনের ইংরেজি প্রতিশব্দ কী?

কালবিভাজনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : কালবিভাজনের ইংরেজি প্রতিশব্দ হলো 'Periodization'.
২.০২. 'Historical chronology' অর্থ কী?
উত্তর : 'Historical chronology' অর্থ হলো ইতিহাসের কাল বা সময় অনুক্রম ।
২.০৩. ইতিহাসের কালবিভাজন কী?
উত্তর : সময়ের ভিত্তিতে ইতিহাসের কালক্রম বিভক্ত করাকে ইতিহাসের কালবিভাজন বলে ।
২.০৪. উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কালবিভাজনকে কয়টি ভাগে ভাগ করেছেন? (জা.বি. ২০১০, ১২, ১৫/
উত্তর : উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কালবিভাজনকে তিনটি ভাগে ভাগ করেছেন ।
২.০৫. ইতিহাসের সার্বিককাল কত ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : ইতিহাসের সার্বিককাল তিন ভাগে ভাগ করা যায় । যথা : ১. প্রাগৈতিহাসিককাল, ২. প্রায় ঐতিহাসিককাল ও ৩. ঐতিহাসিককাল ।
২.০৬. 'Pre-historic age' অর্থ কী?
অথবা, 'Pre-historic age' এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : 'Pre-Historic age' এর অর্থ হলো প্রাগৈতিহাসিক যুগ ।
২.০৭. প্রাগৈতিহাসিককাল কাকে বলে?
উত্তর : মানব ইতিহাসের যে অংশের ওপর কোনো লিখিত বিবরণ নেই বা পাওয়া যায় না সেই সময়কালকে প্রাগৈতিহাসিককাল বলে ।
২.০৮. প্রাগৈতিহাসিক যুগের অপর নাম কী?
উত্তর : প্রাগৈতিহাসিক যুগের অপর নাম হলো প্রস্তর যুগ বা পাথরের যুগ ।
২.০৯. কোন যুগের লিখিত বিবরণী পাওয়া যায় না?
অথবা, মানব ইতিহাসের লিখিত বিবরণ নেই কোন যুগের?
উত্তর : প্রাগৈতিহাসিক যুগের লিখিত বিবরণ পাওয়া যায় না ।
২.১০. মানুষ লিখিত ইতিহাস ছাড়া কত বছর অতিক্রম করেছে?
উত্তর : মানুষ লিখিত ইতিহাস ছাড়া প্রায় ২৪ লাখ বছর অতিক্রম করেছে ।
২.১১. প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উৎস কী কী?
উত্তর : প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উৎসসমূহ হলো পাথরের হাতিয়ার, জীবাশ্ম, হাড়গোড়, ব্যবহার্য দ্রব্য ইত্যাদি ।
২.১২. প্রাগৈতিহাসিক যুগের মানুষের শ্রম ও জীবনধারণের মুখ্য হাতিয়ার কী ছিল?
উত্তর : প্রাগৈতিহাসিক যুগের মানুষের শ্রম ও জীবনধারণের মুখ্য হাতিয়ার ছিল পাথর ।
২.১৩. প্রাগৈতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : প্রাগৈতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো পাথরের ব্যবহার ।
২.১৪. প্রত্নতাত্ত্বিক নৃতাত্ত্বিক গবেষণার বিশ্লেষণে পৃথিবীতে কত লাখ বছর আগের মানুষের কর্মকাণ্ড ও জীবনধারণ সম্পর্কে জানা যায়?
উত্তর : প্রত্নতাত্ত্বিক নৃতাত্ত্বিক গবেষণার বিশ্লেষণে পৃথিবীতে ২৫-৩০ লাখ বছর আগের মানুষের কর্মকাণ্ড ও
জীবনাচারণ সম্পর্কে জানা যায় ।
২.১৫. প্রাগৈতিহাসিককাল শেষ হয় আজ থেকে কত বছর আগে?
উত্তর : প্রাগৈতিহাসিককাল শেষ হয় আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে।
২.১৬. প্রাগৈতিহাসিক যুগ কত ভাগে বিভক্ত ও কী কী?
অথবা, প্রস্তর যুগ কয়ভাগে বিভক্ত?
উত্তর : প্রাগৈতিহাসিক যুগ তিন ভাগে বিভক্ত । যথা : ১. প্রাচীন প্রস্তর যুগ, ২. মধ্য প্রস্তর যুগ ও ৩. নব্য প্রস্তর যুগ ।
২.১৭. 'Palaeolithic age' অর্থ কী?
অথবা, 'Palaeolithic age' শব্দের অর্থ কী?
[জা.বি. ২০১০/
উত্তর : 'Palaeolithic age' অর্থ হলো প্রাচীন প্রস্তর যুগ ।
২.১৮. 'Palaeolithic' কোন ভাষার শব্দ?
উত্তর : 'Palaeolithic' গ্রিক ভাষার শব্দ ।
২.১৯. 'Palaious' অর্থ কী?
উত্তর : 'Palaious' শব্দের অর্থ হলো প্রাচীন ।
২.২০. 'Lithas' শব্দের অর্থ কী?
উত্তর : 'Lithas' শব্দের অর্থ হলো পাথর ।
২.২১. কোন সময়কালকে পাথরের যুগ বলা হয় ?
উত্তর : পাঁচ লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে নয় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে পাথরের যুগ বলা হয় ।
২.২২. 'Eolithic age' এর অর্থ কী?
উত্তর : 'Eolithic age' শব্দের অর্থ হলো প্রাক-প্রস্তর যুগ।
২.২৩. কোন যুগকে 'Palaeolithic age' বলা হয়?
উত্তর : প্রাচীন প্রস্তর বা পুরাতন পাথরের যুগকে 'Palaeolithic age' বলা হয় ।
২.২৪. প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
উত্তর : প্রাচীন প্রস্তর যুগের সময়কাল আনুমানিক তিন লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
২.২৫. পুরোপলীয় যুগের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : পুরোপলীয় যুগের ইংরেজি প্রতিশব্দ হলো 'Palaeolithic age'.
২.২৬.. প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য মানুষ কী কী?
উত্তর : প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য মানুষ হলো- ১. রোডেশিয়ান মানুষ (দক্ষিণ আফ্রিকা), ২. নিয়ানডারথাল মানুষ (ফ্রান্স) ও ৩. ম্যাগডালেনিয়ান মানুষ ও হাইডেলবার্গ মানুষ (জার্মানি)।
২.২৭. পুরোপলীয় যুগের সংস্কৃতিকে কী কী উপভাগে বিভক্ত করা যায়?
উত্তর : পুরোপলীয় যুগের সংস্কৃতিকে তিনটি উপভাগে বিভক্ত করা যায়। যথা : ১. প্রাথমিক পুরোপলীয় সংস্কৃতি, ২. মধ্য পুরোপলীয় সংস্কৃতি ও ৩. শেষ পুরোপলীয় সংস্কৃতি ।
২.২৮. কোন যুগকে 'Age of food gathering for men' বলা হয়?
উত্তর : পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগকে 'Age of food gathering for men' বলা হয়৷

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]