আগুনের আবিষ্কার হয় কোন যুগে?

আগুনের আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর : আগুনের আবিষ্কার হয় পুরোপলীয় যুগে ।
২.৩০. কোন যুগের মানুষ আগুন আবিষ্কার করে?
উত্তর : পুরোপলীয় যুগের মানুষ আগুন আবিষ্কার করে ।
২.৩১. প্রাচীন প্রস্তর যুগের মানুষ পোশাক হিসেবে প্রথমে কী ব্যবহার করতো?
উত্তর : প্রাচীন প্রস্তর যুগের মানুষ পোশাক হিসেবে প্রথমে গাছের ছালবাকল, পাতা, পশুর চামড়া ও লোম
ব্যবহার করতো ।
২.৩২. কোন যুগের মানুষ ভাব প্রকাশের প্রয়োজনে নিজেই তার ভাষার উদ্ভাবন করে?
উত্তর : পুরোপলীয় যুগের মানুষ ভাব প্রকাশের প্রয়োজনে নিজেই তার ভাষার উদ্ভাবন করে ।
২.৩৩. কোন যুগকে খাদ্যসংগ্রহকারীদের যুগ বলে অভিহিত করা হয়?
উত্তর : পুরাতন প্রস্তর যুগকে খাদ্যসংগ্রহকারীদের যুগ বলে অভিহিত করা হয় ।
২.৩৪. পুরোপলীয় যুগের খাদ্যসংগ্রহকারী মানুষ কী ধরনের ছিল?
উত্তর : পুরোপলীয় যুগের খাদ্যসংগ্রহকারী মানুষ প্রধানত যাযাবর ছিল ।
২.৩৫. ক্ল্যান কথাটির অর্থ কী?
উত্তর : ক্ল্যান কথাটির অর্থ হলো গোত্র ।
২.৩৬. ক্ল্যান ও ট্রাইব কোন যুগের প্রথা?
উত্তর : ক্ল্যান ও ট্রাইব পুরোপলীয় যুগের প্রথা
২.৩৭. মধ্যপলীয় যুগ কাকে বলে?
উত্তর : প্রাচীন প্রস্তর যুগের অবসান এবং নব্য প্রস্তর যুগের আরম্ভকালের মধ্যবর্তী সময়কে মধ্যপলীয় যুগ বলা হয় । ২.৩৮. মধ্যপলীয় যুগ কখন শুরু হয়?
উত্তর : মধ্যপলীয় যুগ ১২০০০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় ।
২.৩৯. মধ্যপলীয় যুগ কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর : মধ্যপলীয় যুগ প্রায় ৬০০০ বছর স্থায়ী হয়েছিল ।
২.৪০. কোন কোন দেশে মধ্যপলীয় যুগের মানুষের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : আফ্রিকা মহাদেশের উগান্ডা, মরক্কো, দক্ষিণ আফ্রিকায় মধ্যপলীয় যুগের মানুষের নিদর্শন পাওয়া গেছে। ২.৪১. মধ্যপলীয় যুগের নামকরণ কীভাবে হয়?
উত্তর : মধ্যম আকৃতির পাথরের ব্যবহার হতো বলেই এ যুগের নামকরণ হয় মধ্যপলীয় যুগ।
২.৪২. মধ্যপলীয় যুগের পাথরের হাতিয়ারগুলোকে কী অস্ত্র বলা হয়?
উত্তর : মধ্যপলীয় যুগের পাথরের হাতিয়ারগুলোকে Mesolithic বা Microlithic অস্ত্র বলা হয় ।
২.৪৩. মধ্যপলীয় যুগের কোন মানুষ পশুর চামড়া ছড়ানোর জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করত?
উত্তর : মধ্যপলীয় যুগের ম্যাগলেমোসিয়ান নামক মানুষ পশুর চামড়া ছড়ানোর জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করতো।
২.৪৪. হার্পণ কী?
উত্তর : প্রস্তর যুগের শিকারের জন্য তৈরি হাতিয়ারের নাম হার্পণ
? ২.৪৫. শেষ পুরোপলীয় যুগের হাতিয়ারগুলো কী ছিল?
উত্তর : শেষ পুরোপলীয় যুগে হাতিয়ারগুলো ছিল হাড়ের সুচ, হার্পণ, তির, হাতজাল, বড়শি প্রভৃতি ।
২.৪৬. ‘টোটেম' শব্দ দ্বারা কী বুঝায়?
উত্তর : ‘টোটেম' শব্দ দ্বারা পুরোপলীয় যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস বা প্ৰথা বুঝায় ।
২.৪৭. টাবু বলতে কী বুঝায় ?
উত্তর : টাবু বলতে প্রাচীন যুগের বর্বর জাতিগুলোর মেনে চলা এক ধরনের বিধিনিষেধকে বুঝায় । ২.৪৮. 'Mesolithic age' এর অর্থ কী?
উত্তর : 'Mesolithic age' এর অর্থ হলো মধ্য প্রস্তর যুগ ।
২.৪৯. কোন যুগকে মানব সভ্যতার ভিত সংস্থাপনের পর্ব বলা হয়?
২.৫০. মানব সভ্যতার অগ্রগতির ধারা কোন যুগে সূচিত হয়?
উত্তর : নবোপলীয় যুগকে মানব সভ্যতার ভিত সংস্থাপনের পর্ব বলা হয় ।
উত্তর : মানব সভ্যতার অগ্রগতির ধারা নবোপলীয় যুগে সূচিত হয়।
২.৫১. কোন যুগকে 'Neolithic' বলা হয় ?
উত্তর : নবোপলীয় যুগকে 'Neolithic' বলা হয় ।
২.৫২. 'Neolithic age' শব্দের অর্থ কী?
অথবা, 'Neolithic' অর্থ কী?
উত্তর : 'Neolithic' শব্দের অর্থ হলো নবোপলীয় বা নব্য প্রস্তর যুগ ।
২.৫৩. নবোপলীয় যুগকে নতুন পাথরের যুগ বলা হয় কেন?
উত্তর : নবোপলীয় যুগের পাথরগুলো অপেক্ষাকৃত উন্নত, মসৃণ ও ধারালো ছিল এবং তা কৃষিকাজসহ নানা ক্ষেত্রে স্বার্থকভাবে ব্যবহার করা যেত বলে একে নতুন পাথরের যুগ বলা হয় ।
২.৫৪. নবোপলীয় যুগকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : নবোপলীয় যুগকে নব্য প্রস্তর যুগ নামে অভিহিত করা হয় ।
২.৫৫. নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী?
উত্তর : নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার হলো কৃষি
২.৫৬. কোন যুগে কৃষিকাজের সূচনা হয়েছিল?
উত্তর : নব্য প্রস্তর বা নবোপলীয় যুগে কৃষিকাজের সূচনা হয়েছিল ।
২.৫৭. কৃষির আবিষ্কার করে কারা?
অথবা, কৃষি পদ্ধতির আবিষ্কারক কারা?
উত্তর : কৃষির আবিষ্কার করে মহিলারা ।
২.৫৮. নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে?
উত্তর : নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন ইংরেজ ঐতিহাসিক ভি. গর্ডন চাইল্ড ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]