নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব বলা হয়েছে কেন?

নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব বলা হয়েছে কেন?
উত্তর : কৃষির উদ্ভাবন, জীবজন্তুকে গৃহপালিত করা, মৃৎপাত্র তৈরি এবং অধিক কার্যকর মসৃণ অস্ত্র নব্য প্রস্তরযুগে সৃষ্টি হয়েছিল বলে একে নবোপলীয় বিপ্লব বলা হয় ।
২.৬০. নগর বিপ্লবের শ্রেষ্ঠ আবিষ্কার কী?
উত্তর : নগর বিপ্লবের শ্রেষ্ঠ আবিষ্কার হলো চাকা ।
২.৬১. কোন যুগে কুমারের চাকা আবিষ্কার হয় ?
উত্তর : নবোপলীয় বা নব্য প্রস্তরযুগে কুমারের চাকা আবিষ্কার হয় ।
২.৬২. মানুষ কোন যুগে প্রথম আগুন জ্বালাতে শিখেছিল?
উত্তর : মানুষ নবোপলীয় যুগে প্রথম আগুন জ্বালাতে শিখেছিল ।
২.৬৩. কোন যুগে হাড়ের সুচ দিয়ে পোশাক সেলাইয়ের পদ্ধতি উদ্ভাবিত হয়েছিল?
উত্তর : নবোপলীয় যুগে হাড়ের সুচ দিয়ে পোশাক সেলাইয়ের পদ্ধতি উদ্ভাবিত হয় ।
২.৬৪. মধ্যপলীয় যুগের সময়কাল কত?
উত্তর : মধ্যপলীয় যুগের সময়কাল আনুমানিক ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত । ২.৬৫. নতুন প্রস্তর যুগের পর প্রথম যে ধাতু ব্যবহৃত হয় তার নাম কী?
উত্তর : নতুন প্রস্তর যুগের পর প্রথম ব্যবহৃত ধাতুর নাম তামা ।
২.৬৬. তামা আবিষ্কার হয় কখন ?
উত্তর : তামা আবিষ্কার হয় নবোপলীয় যুগের শেষদিকে ।
২.৬৭. মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগকে বলা হয়?
অথবা, মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ?
উত্তর : মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর লৌহযুগকে বলা হয় ।
২.৬৮. প্রথম লৌহ ব্যবহার করে কারা?
উত্তর : প্রথম লৌহ ব্যবহার করে হিট্রাইটরা ।
২.৬৯. সুপ্ত ঐতিহাসিককাল এর ইংরেজি শব্দ কী?
অথবা, প্রায় ঐতিহাসিক যুগকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর : সুপ্ত বা প্রায় ঐতিহাসিককালের ইংরেজি শব্দ হলো 'Proto historic age'.
২.৭০. 'Proto historic age' অর্থ কী?
অথবা, 'Proto Historic Period' অর্থ কী?
উত্তর : 'Proto historic age' বা 'Period' এর অর্থ হলো প্রায় ঐতিহাসিক যুগ বা সুপ্ত ঐতিহাসিক যুগ । ২.৭১. প্রায় ঐতিহাসিক যুগ কোনটি?
অথবা, প্রোটো ঐতিহাসিক যুগ কী?
উত্তর : প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল প্রায় ঐতিহাসিক বা প্রোটো ঐতিহাসিক যুগ নামে পরিচিত ।
২.৭২. দাসপ্রথার সূচনা হয় কোন যুগে?
অথবা, দাসপ্রথা কোন যুগে শুরু হয়?
উত্তর : দাসপ্রথা সূচনা হয় প্রায় ঐতিহাসিক যুগে ।
২.৭৩. কোন যুগে পিতৃতান্ত্রিক সমাজের সূচনা হয়?
উত্তর : সুপ্ত ঐতিহাসিক যুগে পিতৃতান্ত্রিক সমাজের সূচনা হয় ।
২.৭৪. আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় কোন যুগে?
উত্তর : আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় প্রায় ঐতিহাসিক যুগে ।
২.৭৫. পিতৃতান্ত্রিক সমাজে পরিবারের প্রধান কে?
উত্তর : পিতৃতান্ত্রিক সমাজে পরিবারের প্রধান হলেন বাবা ।
২.৭৬. ঐতিহাসিককাল কাকে বলে?
উত্তর : যে সময় থেকে মানুষের অলিখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা তথ্য-উপাত্তের সঙ্গে লিখিত বিবরণী পাওয়া যায় তাকে ঐতিহাসিককাল বলে। :
২.৭৭. ঐতিহাসিকগণ প্রাগৈতিহাসিককালকে ঐতিহাসিককাল থেকে পৃথক করেছেন মূলত কীসের ভিত্তিতে?
উত্তর : ঐতিহাসিকগণ প্রাগৈতিহাসিককাল থেকে ঐতিহাসিককালকে পৃথক করেছেন লিখিত বিবরণীর ভিত্তিতে । ২.৭৮. লিখন পদ্ধতি আবিষ্কারের সময় লেখ ৷
উত্তর : লিখন পদ্ধতি আবিষ্কার হয় আনুমানিক ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে ।
২.৭৯. ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়? কী কী?
অথবা, বৈশিষ্ট্যের ভিত্তিতে ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ঐতিহাসিক যুগকে তিন ভাগে ভাগ করা যায় । যথা : ১. প্রাচীন যুগ, ২. মধ্যযুগ এবং ৩. আধুনিক যুগ । ২.৮০. প্রাচীন যুগ কাকে বলে?
উত্তর : ঐতিহাসিক যুগের প্রারম্ভকাল থেকে যে যুগ শুরু হয় তাকে প্রাচীন যুগ বলে। অর্থাৎ সুদূর অতীতকাল থেকে শুরু করে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে প্রাচীন যুগ বলে ।
২.৮১. প্রাচীন যুগের সময়সীমা কত?
উত্তর : প্রাচীন যুগের সময়সীমা আনুমানিক ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ।
২.৮২. প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর : প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল নগররাষ্ট্রের উত্থান ।
২.৮৩. প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস কী ছিল?
উত্তর : প্রাচীনকালের অর্থনীতির মূল উৎস ছিল কৃষি
২.৮৪. কোন দেশ নীলনদের দান?
অথবা, নীলনদের দান বলা হয় কোন দেশকে ?
উত্তর : মিসর নীলনদের দান ।
২.৮৫. কোন ঐতিহাসিক মিসরকে নীলনদের দান বলেছেন?
উত্তর : ঐতিহাসিক হেরোডোটাস মিসরকে নীলনদের দান বলেছেন ।
২.৮৬. মিসরীয় লিখন পদ্ধতিকে কী বলে?
অথবা, মিসরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : মিসরীয় লিখন পদ্ধতিকে হায়ারোগ্লিফিক বলে ।
.৮৭. হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি মিসরে প্রথম আবিষ্কৃত হয়েছিল। ২.৮৮. 'Hieroglyphic' শব্দের অর্থ কী?
উত্তর : 'Hieroglyphic' শব্দের অর্থ হলো পবিত্ৰ বৰ্ণ ।
২.৮৯. হায়ারোগ্লিফিক কী?
অথবা, হায়ারোগ্লিফিক লিপি কী?
উত্তর : হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিসরীয় বর্ণমালার নাম ।
২.৯০. কত সালে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করা হয়?
উত্তর : ১৮২২ সালে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করা হয় ।
২.৯১. সর্বপ্রথম কোন জাতি সৌরবছর গণনা শুরু করে ?
উত্তর : সর্বপ্রথম মিসরীয়রা সৌরবছর গণনা শুরু করে ।
২.৯২. কত খ্রিস্টাব্দে মিসরীয়রা সৌরবছর প্রবর্তন করে?
উত্তর : খ্রিস্টপূর্ব ৪২২৬ অব্দে মিসরীয়রা সৌরবছর প্রবর্তন করে ।
২.৯৩. ‘লিপ ইয়ার' কাদের আবিষ্কার?
উত্তর : ‘লিপ ইয়ার' মিসরীয়দের আবিষ্কার ।
২.৯৪. অলিম্পিক খেলা চালু হয় কত সালে?
উত্তর : অলিম্পিক খেলা চালু হয় খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে। .
২.৯৫. পৃথিবীর প্রাচীনতম চিকিৎসক কে ছিলেন?
উত্তর : পৃথিবীর প্রাচীনতম চিকিৎসক ছিলেন মিসরের ইসহোটেপ ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]