কিউনিফরম কী?

. কিউনিফরম কী?
উত্তর : কিউনিফরম হলো প্রাচীন সুমেরীয় লিপির নাম ।
২.৯৭. কিউনিফরম লিখন পদ্ধতি কারা আবিষ্কার করে?
উত্তর : কিউনিফরম লিখন পদ্ধতি সুমেরীয়রা আবিষ্কার করে ।
২.৯৮. কিউনিফরম বর্ণমালা দিয়ে কারা লিখত ?
উত্তর : কিউনিফরম বর্ণমালা দিয়ে সুমেরীয়রা লিখত ।
২.৯৯. সুমেরীয় লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : সুমেরীয় লিখন পদ্ধতির নাম কিউনিফরম ।
২.১০০. ইংরেজি বর্ণমালাকে পরিপূর্ণ রূপ দেয় কোন জাতি?
উত্তর : ইংরেজি বর্ণমালাকে পরিপূর্ণ রূপ দেয় গ্রিক জাতি ৷
২.১০১. চান্দ্রপঞ্জিকা প্রথম কারা উদ্ভাবন করেছিল?
.
উত্তর : চান্দ্রপঞ্জিকা প্রথম উদ্ভাবন করেছিল সুমেরীয়রা।
২.১০২. চান্দ্রবছর কাকে বলে?
উত্তর : পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করতে চাঁদের যে সময় লাগে একে চান্দ্রবছর বলে ।
২.১০৩. যুগসন্ধিক্ষণ কী?
উত্তর : কোনো যুগের শেষ সময় এবং অন্য একটি যুগ শুরুর মধ্যবর্তী সময়কে যুগসন্ধিক্ষণ বলা হয় ২.১০৪. যুগসন্ধিক্ষণের ইংরেজি কী?
অথবা, যুগসন্ধিক্ষণকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর : যুগসন্ধিক্ষণের ইংরেজি হলো 'Period of turning point'.
. ২.১০৫. প্রাচীন যুগ কখন শেষ হয়?
উত্তর : প্রাচীন যুগ ৪৭৬ খ্রিস্টাব্দে শেষ হয় ।
২.১০৬. ৪৭৬ খ্রিস্টাব্দে কী হয়েছিল?
উত্তর : ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সম্রাট রোমিউলাস অগাস্টুলাস জার্মান জাতির নিকট পরাজিত হলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এর মধ্য দিয়ে প্রাচীন যুগের সমাপ্তি ঘটে।
২.১০৭. পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের সময় রোমান সম্রাট কে ছিলেন?
উত্তর : পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের সময় এর শাসক ছিলেন সম্রাট রোমিউলাস অগাস্টুলাস । ২.১০৮. মধ্যযুগ শুরুর সাথে কোন ঘটনা জড়িত?
উত্তর : মধ্যযুগ শুরুর সাথে ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের ঘটনা জড়িত।
২.১০৯. মধ্যযুগ কাকে বলে? :
উত্তর : ৪৭৬ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মধ্যযুগ বলে ।
২.১১০. 'Medium Aevum' শব্দটির অর্থ কী?
উত্তর : 'Medium Aevum' শব্দের অর্থ হলো মধ্যযুগ ।
২.১১১. সর্বপ্রথম কারা 'Medium Aevum' ধারণাটি ব্যবহার করেন?
উত্তর : সর্বপ্রথম ইটালির মানবত্মবাদী মনীষীগণ 'Medium Aevum' ধারণাটি ব্যবহার করেন ।
২.১১২. দক্ষিণ এশিয়ার ইতিহাসে মুসলিম শাসনামল কোন যুগের অন্তর্ভুক্ত?
উত্তর : দক্ষিণ এশিয়ার ইতিহাসে মুসলিম শাসনামল মধ্যযুগের অন্তর্ভুক্ত।
doc.
২.১১৩. বাংলার ইতিহাসে কখন মধ্যযুগ শুরু হয়?
উত্তর : বাংলার ইতিহাসে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মাধ্যমে মধ্যযুগ শুরু হয় ।
২.১১৪. অন্ধকার যুগ বলা হয় কোন যুগকে?
উত্তর : অন্ধকার যুগ বলা হয় মধ্যযুগকে ।
২.১১৫. মানব সভ্যতার জন্য কোন যুগকে ‘কালো যুগ' বলে আখ্যায়িত করা হয়?
উত্তর : মানব সভ্যতার জন্য মধ্যযুগকে 'কালো যুগ' বলে আখ্যায়িত করা হয় ।
২.১১৬. মধ্যযুগে শিক্ষার মূল বিষয় কী ছিল?
উত্তর : মধ্যযুগে শিক্ষার মূল বিষয় ছিল ধর্মশাস্ত্র ।
২.১১৭. কোন যুগে রাজাকে ‘ঈশ্বরের মনোনীত দূত' বলে প্রচার করা হতো?
উত্তর : মধ্যযুগে রাজাকে ঈশ্বরের মনোনীত দূত' বলে প্রচার করা হতো ।
২.১১৮. কোন যুগকে ‘বিশ্বাসের যুগ' বলা হয়?
উত্তর : মধ্যযুগকে ‘বিশ্বাসের যুগ' বলা হয় ।
২.১১৯. বিশ্ববিদ্যালয়ের উত্থান ঘটে কোন যুগে ?
উত্তর : বিশ্ববিদ্যালয়ের উত্থান ঘটে মধ্যযুগে।
২.১২০. মধ্যযুগের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম লেখ ।
উত্তর : মধ্যযুগের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম হলো : ১. স্যালারনো বিশ্ববিদ্যালয়, ২. প্যারিস বিশ্ববিদ্যালয়, ৩. রোম বিশ্ববিদ্যালয়, ৪. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ৫. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
২.১২১. মধ্যযুগের চারটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : মধ্যযুগের চারটি বৈশিষ্ট্য হলো— ১. সামন্তবাদ, ২. খ্রিস্টধর্মের প্রাধান্য, ৩. ধর্মীয় গোঁড়ামি, ৪. গির্জা ও
রাষ্ট্রের মতবিরোধ ।
২.১২২. কোন যুগে শহরের উদ্ভব ও বিকাশ ঘটে ?
উত্তর : মধ্যযুগে শহরের উদ্ভব ও বিকাশ ঘটে ।
২.১২৩. কোন যুগে সামন্তবাদ প্রথা চালু ছিল?
উত্তর : মধ্যযুগে সামন্তবাদ প্রথা চালু ছিল ।
A B
২.১২৪. কোন যুগে আর্থসামাজিক অবস্থা ছিল সামন্ততান্ত্রিক?
উত্তর : মধ্যযুগের আর্থসামাজিক অবস্থা ছিল সামন্ততান্ত্রিক । To Se
২.১২৫. পোপতন্ত্র সৃষ্টি হয় কোন যুগে?
উত্তর : পোপতন্ত্র সৃষ্টি হয় মধ্যযুগে ।
২.১২৬. পোপতন্ত্র কী ?
উত্তর : মধ্যযুগে খ্রিস্টান ধর্মগুরু পোপকে ঘিরে যেসব অনুষ্ঠান পরিচালিত হতো তাই পোপতন্ত্র নামে পরিচিত ছিল ।
২.১২৭. খ্রিস্টধর্মীয় গুরুকে কী বলা হয়?
উত্তর : খ্রিস্টধর্মীয় গুরুকে পোপ বলা হয়।
২.১২৮. চার্চ কী?
উত্তর : চার্চ হলো পোপের উপাসনায়।
২.১২৯. বৈরাগ্যবাদ বা সন্ন্যাসবাদের উদ্ভব ঘটে কোন যুগে?
উত্তর : বৈরাগ্যবাদ বা সন্ন্যাসবাদের উদ্ভব ঘটে মধ্যযুগে ।
২.১৩০. আধুনিক যুগ কাকে বলে?
উত্তর : সাধারণভাবে ১৪৫৩ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আধুনিক যুগ বলা হয় । ২.১৩১. কোন ঘটনার পর আধুনিক যুগ শুরু হয়?
উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দে তুরস্কের সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলের পতনের মধ্য দিয়ে আধুনিক যুগ শুরু হয় ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]