উত্তর ভূমিকা : ভূত্বকের প্রাকৃতিক অবস্থা এক সময় বর্তমান পৃথিবীর পরিচিত পরিবেশের কাছাকাছি চলে আসে । এসময় সৃষ্টিজগতেও ঘটতে থাকে পরিবর্তন। ষাট মিলিয়ন বছর স্থায়ী এ যুগ সেনোজোয়িক যুগপর্ব নামে পরিচিত। এ যুগপর্বকে দুটি উপযুগে বিভক্ত করা যায়। প্রথমটি টারশিয়ারি এবং দ্বিতীয়টি কোয়াটারনারি যুগ নামে পরিচিত। সেনোজোয়িক যুগের শেষ দুই মিলিয়ন বছরব্যাপী ছিল এ উপযুগ। এ যুগেই হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় ।
মানুষের উৎপত্তি : প্রাণিজগতের শ্রেষ্ঠ জীব মানুষের উৎপত্তি কখন ও কীভাবে হয় এ নিয়ে বর্তমানে পরস্পরবিরোধী দুটি মতবাদ বিদ্যমান। প্রথমত, কিছু ধর্মমত অনুযায়ী সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক মানুষ একবারে সৃষ্ট। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের ধর্মগ্রন্থে এ সৃষ্টিতত্ত্বের উল্লেখ আছে। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীরা এ মত বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয়ত, ইংরেজ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন (১৮০৯-১৮৮২) তার 'Origin of Species' (1859 ) ও 'The Decent of Man' ( 1871 ) গ্রন্থে ভিন্ন তত্ত্বের অবতারণা করে বলেন যে, মানুষের উৎপত্তি হয়েছে প্রাকৃতিক নির্বাচনভিত্তিক বিবর্তন (Evolution through natural selection) এর মাধ্যমে এবং মানুষ ও এপ এর পূর্বপুরুষ এক ও অভিন্ন। ডারইউনের বিবর্তন তত্ত্ব বেশি যৌক্তিক ও বিজ্ঞানসম্মত হওয়ায় এটিকে মোটামুটি সবাই সমর্থন করে ।
আদিকাল থেকে চিন্তাভাবনা করার ফলে মানুষের উৎপত্তি নিয়ে বেশকিছু মতবাদ সৃষ্টি হয়েছে। যেমন— ১. সর্বজনীন ধর্মীয় মতবাদ, ২. পৌরাণিক বিশ্বাস ও কাল্পনিক মতবাদ, ৩. আদর্শবাদী দর্শন ও অধিবিদ্যার মতবাদ এবং ৪. বিজ্ঞানীদের মতবাদ ৷ উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষের উৎপত্তিসংক্রান্ত বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। এদের মধ্যে ধর্মীয় মতবাদ এবং চার্লস ডারউইনের মতবাদ মানুষের উৎপত্তিসংক্রান্ত সবচেয়ে শক্তিশালী মতবাদ। তবে এ বিষয়ে সঠিক কোনো মতবাদে পৌছানো যায়নি। এছাড়া মানুষের উৎপত্তির সময়কাল নিয়ে মতভেদ রয়েছে। তবে ধারণা করা হয় যে, আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সের উদ্ভব ঘটে ২০ হাজার বছর পূর্বে ।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত