উত্তর ভূমিকা : মানুষের বিবর্তনের সাথে সংশ্লিষ্ট ধারণাসমূহের মধ্যে প্রাইমেট অন্যতম। প্রাইমেট জগতের শ্রেণি বিভাগে স্তন্যপায়ী প্রাণীর একটি অন্যতম শাখা। অনেক নৃবিজ্ঞানীর তথ্য মতে, প্রাইমেট হলো বর্তমান মানবসমাজের পূর্বপুরুষ। তারা আরও বলেন, এ পূর্বপুরুষদের মধ্য থেকে বিবর্তনের মাধ্যমে মানবসমাজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে।
● প্রাইমেট : প্রাইমেট সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. প্রাইমেটের পরিচয় : ধারণা করা হয়, লক্ষ লক্ষ বছর বিবর্তনের ফলে প্রাইমেট থেকে বর্তমান মানবসমাজের উদ্ভব ঘটেছে। প্রাইমেটের ইতিহাস অনেক প্রাচীন হলেও তা মানুষের গবেষণার বিষয়ে পরিণত হয়। আধুনিক যুগে প্রাইমেট ধারণার উদ্ভাবন সম্পর্কে যে যুগান্তকারী ধারণা বিরাজমান তন্মধ্যে প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদ ধারণা অন্যতম। এখানে উল্লেখ্য যে, ডারউইনের 'অনেক পূর্বে বিজ্ঞানী লিনিয়াস ১৭৩৫ খ্রিস্টাব্দে তার 'Systema Naturae' গ্রন্থে প্রাইমেটকে স্তন্যপায়ী শ্রেণির অন্যতম শাখারূপে করেন। আর এজন্য তাকেই প্রাইমেট ধারণার উদ্ভাবক বলা হয়। বিজ্ঞানী লিনিয়াস স্তন্যপায়ী প্রাণীর যে ১৪টি শাখার বা বর্গের কথা বলেন তন্মধ্যে একটি হচ্ছে প্রাইমেট। এ বর্গের বা শাখায় আরও
যা রয়েছে তা হলো লেমুর, বেবুন, বার, নরবানর ও মানুষ ।
২. প্রাইমেটের বৈশিষ্ট্য : প্রাইমেটের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো—
ক. প্রাইমেট স্তন্যপায়ী ।
খ. প্রাইমেটের হাতে ও পায়ে পাঁচটি করে আঙুল আছে।
গ. প্রাইমেটের আঙুলের মাথায় নখ আছে ।
ঘ. এরা হাতের বড় আঙুলকে অন্যান্য আঙুলের ওপর আনতে পারত ।
ঙ. প্রাইমেটের হাতের থাবা অন্য কিছু সহজে আঁকড়ে ধরতে সাহায্য করতো ।
চ. প্রাইমেট অতি সহজে বৃক্ষে চড়তে পারত ।
ছ. প্রাইমেটদের হাত ও পায়ের পাতা লম্বা এবং চোখ মাথার সামনে ও অক্ষিকোটরে স্থাপিত। এভাবে দেখা যায়,
মানুষের পূর্বপুরুষ হিসেবে প্রাইমেটদের মধ্যে মানুষের মতোই বৈশিষ্ট্য বিদ্যমান ছিল ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মানুষের পূর্বপুরুষ হিসেবে নৃবিজ্ঞানীদের মধ্যে যারা প্রাইমেটকে শনাক্ত করেছেন তাদের ধারণা যথার্থ ছিল বলে মনে হয়। প্রাইমেট মানুষের মতোই অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী ছিল । সময়ের বিবর্তন ধারায় এ প্রাইমেটই বর্তমান মানবসমাজে রূপান্তরিত হয়েছে।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত