উত্তর ভূমিকা : পৃথিবীর আদি মানবগোষ্ঠীর একটি বড় অংশ আফ্রিকা মহাদেশ থেকে আবিষ্কৃত হয়। এ মহাদেশ থেকে আবিষ্কৃত মানবগোষ্ঠীর মধ্যে অস্ট্রালোপিথেকাস অন্যতম। অস্ট্রালোপিথেকাসদের গোত্রভুক্ত জীবনযাপন পদ্ধতি, হাতিয়ার তৈরি ও ব্যবহার কৌশল প্রভৃতি নৃতাত্ত্বিকদের তাদের প্রতি উৎসাহী করে তোলে ।
> অস্ট্রালোপিথেকাস মানব : অস্ট্রালোপিথেকাস মানব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. অস্ট্রালোপিথেকাস মানব পরিচিতি : মানবজাতির পূর্বপুরুষের নাম অস্ট্রালোপিথেকাস । মানুষের ক্রমবিবর্তনের ইতিহাসে অস্ট্রালোপিথেকাস একটি বিশেষ নাম। দক্ষিণ আফ্রিকাতে অস্ট্রালোপিথেকাস নামক এক প্রকার প্রাইমেটদের জীবাশ্ম পাওয়া গিয়েছে। এদের চোয়াল, পা প্রভৃতি ছিল প্রায় মানুষের মতো এবং মাথা ছিল মানুষের মাথার প্রায় অর্ধেক। ২. অস্ট্রালোপিথেকাস মানবের বৈশিষ্ট্য : অস্ট্রালোপিথেকাস মানবের মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান ছিল । যথা : ক. অস্ট্রালোপিথেকাসরা গোত্রভুক্তভাবে জীবনযাপন করতো। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ১৯২৪ সালে বিজ্ঞানীরা খননকার্যের অস্ট্রালোপিথেকাসের মাথার খুলি আবিষ্কার করেন। ১৯৫৯ সালে তাঞ্জানিয়ায় অনুরূপ মানবজাতির অনেকগুলো মাথার খুলি আবিষ্কৃত হলে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছান যে, অস্ট্রালোপিথেকসরা গোত্রভুক্তভাবে জীবনযাপন করতো ।
•
খ. অস্ট্রালোপিথেকাসরা জীবনযাপনকে সহজ করার জন্য নানান ধরনের হাতিয়ার ব্যবহার করতো।
গ. এরা ক্রমবিবর্তিত হয়ে আফ্রিকার খাড়া মানুষ নামে পরিচিতি লাভ করে ।
ঘ. তারা গাঁইতি ও হাতকুড়াল জাতীয় হাতিয়ার ব্যবহার করতো।
ঙ. . তারা তাদের ব্যবহার্য সব হাতিয়ারই পাথর দ্বারা তৈরি করতো ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, অস্ট্রালোপিথেকাসরা মানুষের পূর্ববর্তী প্রাণী তথা পূর্বপুরুষ। তারা প্রায়, মানুষের মতোই ছিল এবং গোত্রভুক্ত জীবনযাপন করতো। আর এজন্যই অস্ট্রালোপিথেকাসদের জীবনযাপন প্রণালি বর্তমান মানবসমাজের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পণ্ডিতদের মতে, অস্ট্রালোপিথেকাসরা মানুষের পূর্ববর্তী প্রাণী তথা পূর্বপুরুষ ।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত