ধাতু যুগের গুরুত্ব লেখ ।

উত্তর ভূমিকা : ধাতু যুগ জনজীবনে বিপ্লব আনয়ন করে। প্রস্তর নির্মিত হাতিয়ার তৈরি সময়সাপেক্ষ ব্যাপার ছিল। হাতিয়ারগুলো ছিল ভোঁতা। অন্যদিকে, ধাতুর হাতিয়ার নির্মাণে সময় কম লাগত এবং এগুলোকে শানিত করা যেত। তাছাড়া ধাতুর তৈরি হাতিয়ার দিয়ে শিকার করা আগের থেকে সহজ হয়। কারণ ধাতুনির্মিত হাতিয়ার বেশি কার্যকর ছিল।
ধাতু যুগের গুরুত্ব : ধাতু যুগের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো :
১. উন্নত কৃষি যন্ত্রপাতি তৈরি : ধাতু যুগে কৃষি যন্ত্রপাতি যেমন- লাঙল, কোদাল, কাস্তে ইত্যাদি ধাতুর দ্বারা তৈরি হয়। ফলে কৃষির উন্নতি হয় ও উৎপাদন বৃদ্ধি পায়, যা জনসংখ্যা দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ।
২. উন্নত যানবাহন তৈরি : ধাতু উন্নত যানবাহন তৈরিতে সাহায্য করে। ধাতুনির্মিত চাকাওয়ালা শকটের বহুল প্রচলন হয় । তাছাড়া ধাতুনির্মিত নৌকাও সমুদ্রগামী জাহাজের মতো জলযানের আবির্ভাব ঘটে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতি হয়।
৩. উন্নত শিল্প যন্ত্রপাতি তৈরি : ধাতু দ্বারা শিল্প যন্ত্রপাতি তৈরি হয়। ধাতুর তৈরি চরকা, তাঁত ও কুমোরের চাকের বহুল ব্যবহার হয়। ফলে শিল্পের উন্নতি ঘটে।
৪. বিভিন্ন পেশাজীবীর উত্থান : কৃষি, ব্যবসা বাণিজ্য ও শিল্পের অগ্রগতির ফলে বিশেষিকৃত সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। তারা হলো সুত্রধর, কামার, কুমার, তাঁতি, শকট প্রস্তুতকারক ইত্যাদি ।
৫. সামরিকবাদের উত্থান : ধাতু যুগ সামরিকবাদের জন্ম দেয় । তখন যুদ্ধাস্ত্র, যেমন— বর্শা ও তিরের আগা, ঢাল, তরবারি, হেলমেট ইত্যাদি ধাতুর দ্বারা নির্মিত হয়। এগুলো প্রস্তর যুগের হাতিয়ার থেকে বেশি কার্যকর ছিল। তাই প্রভুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাচীন বিশ্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলতে থাকে। কোনো কোনো সময় এক জাতি প্রতিবেশী অন্যান্য জাতিদেরকে পরাজিত করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা আধুনিককালের সামরিকবাদের পথপ্রদর্শক। উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রস্তর যুগের অস্ত্র ও হাতিয়ার তৈরি ছিল সময়সাপেক্ষ এবং কম ধারালো। অন্যদিকে, ধাতু নির্মিত অস্ত্র কম সময়ে তৈরি করা যেত এবং অস্ত্রগুলো ছিল ধারালো। এসব হাতিয়ারের গুণগত মানও ছিল উন্নত। চাকা, লাঙলসহ কৃষি যন্ত্রপাতিতে ব্যাপকভাবে ধাতুর ব্যবহারের ফলে দ্রুত উৎপাদন বৃদ্ধি পায়। শিকারও আগের তুলনায় সহজ হয়।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]