AD ও BC সম্পর্কে লেখ ।

উত্তর ভূমিকা : ইতিহাসের ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর জন্য কালক্রমকে বিশেষ গুরুত্ব দিতে হয়। কালক্রমের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে একটির পর একটি সাজিয়ে ইতিহাসের পরম্পরা রক্ষা করতে হয়। ইতিহাসের এ কালক্রমের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়ম প্রচলিত থাকলেও বর্তমানে বৈশ্বিকভাবে ঐতিহাসিক কালক্রমের জন্য সূর্য কেন্দ্রীয় খ্রিস্টীয় কালপঞ্জি অনুসরণ করা হয়। সংক্ষিপ্ত আকারে এর প্রকাশ হলো
AD এবং BC
• AD : AD এর পূর্ণরূপ Anno Domini. Anno Domini এর পূর্ণরূপ হচ্ছে In the year of our Lord (jesus christ) হচ্ছে খ্রিস্টাব্দ । অর্থাৎ যিশু খ্রিস্টের জন্ম হতে গণনা করে যেকোনো বছরে। খ্রিস্ট হতে খ্রিস্টাব্দ শব্দের উদ্ভব হয়েছে। খ্রিস্ট শব্দের সাথে অব্দ বা বছর যোগ করে খ্রিস্টাব্দ করা হয়। খ্রিস্টের জন্মের পর হতে খ্রিস্টীয় সন খ্রিস্টাব্দ প্রবর্তন করা হয় । যেমন : খ্রিস্ট + অব্দ (বছর) = খ্রিস্টাব্দ। অর্থাৎ আরও স্পষ্ট করে বলা যায়, খ্রিস্টের জন্মের পর হতে প্রতিটি বছরকে খ্রিস্টীয় সময়কাল অনুযায়ী খ্রিস্টাব্দ বলে অভিহিত করা হয়। উদাহরণস্বরূপ যদি বলা হয়, বাংলার পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল ৭৫০ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তাহলে বুঝা যায়, গোপাল খ্রিস্টের জন্মের ৭৫০ বছর পর সিংহাসনে আরোহণ করেন ।
© BC : বাংলায় খ্রিস্টপূর্বাব্দ শব্দটির ইংরেজি রূপ Before Christ। যার সংক্ষিপ্ত রূপ BC। উল্লেখ্য খ্রিস্ট হতে . খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ শব্দের উদ্ভব। এখানে খ্রিস্ট বলতে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট তথা হযরত ঈসা (আ.) কে বুঝানো হয়েছে এবং খ্রিস্ট শব্দের সাথে অব্দ অর্থাৎ বছর শব্দ যোগ করে খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টাব্দ করা হয়েছে। সাধারণত পূর্বাব্দ বলতে পূর্ববর্তী সময় বা বছরকে বুঝানো হয় এবং খ্রিস্টপূর্বাব্দ বলতে খ্রিস্টের (যিশু খ্রিস্টের) জন্মের পূর্ববর্তী সময় বা বছরকে বুঝানো হয়। খ্রিস্টপূর্বাব্দকে আবার সংক্ষেপে লেখা হয় খ্রি. পূ.
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইতিহাসের পাতা নিরীক্ষণ করলে দেখা যায়, অনেক বিখ্যাত রাজা সিংহাসনে আরোহণ করে অর রাজত্বকালকে স্মরণীয় করে রাখার জন্য সাধারণত এক নতুন অব্দের তথা নতুন সনের প্রবর্তন করেন । এরূপ কয়েকটি নতুন সাল হলো হর্ষাব্দ, শকাব্দ, বঙ্গাব্দ প্রভৃতি। ইতিহাসবিষয়ক আলোচনায় এসব কালের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। AD ও BC অনুরূপভাবেই ঐতিহাসিক কালপঞ্জি নির্ধারণে ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]