ইতিহাসের মূল প্রতিপাদ্য বিষয় কী?

৩.০১. ইতিহাসের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর : ইতিহাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ ও সমাজ ।
৩.০২. মানুষের অতীত কর্মকাণ্ডকে সময়ের নিরিখে সাধারণত কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : মানুষের অতীত কর্মকাণ্ডকে সময়ের নিরিখে সাধারণত দুইভাগে ভাগ করা যায় । যথা : ১. প্রাচীন ইতিহাস
ও ২. আধুনিক ইতিহাস ।
৩.০৩. প্রাচীন ইতিহাসের মূল উপাদান কী ছিল?
উত্তর : প্রাচীন ইতিহাসের মূল উপাদান ছিল বস্তু বা জড়বিশেষ
৩.০৪. আধুনিক ইতিহাস কাকে বলে?
উত্তর : যে ইতিহাস মৌলিক উপাদানের ভিত্তিতে লিখিত হয়ে থাকে তাকে আধুনিক ইতিহাস বলে । ৩.০৫. আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা : ১. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস ও ২. বিষয়বস্তুগত ইতিহাস।
৩.০৬. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাস কয় প্রকার ও কী কী?
উত্তর : ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাস তিন প্রকার। যথা : ১. স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস; ২. জাতীয় ইতিহাস ও ৩. আন্তর্জাতিক ইতিহাস ।
৩.০৭. স্থানীয় ইতিহাস কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট অঞ্চল তথা নিজ গ্রাম বা শহরের ইতিহাসকে স্থানীয় ইতিহাস বলে ।
৩.০৮. স্থানীয় ইতিহাসের অপর নাম কী ?
উত্তর : স্থানীয় ইতিহাসের অপর নাম হলো আঞ্চলিক ইতিহাস ।
৩.০৯. স্থানীয় ইতিহাসের নিদর্শন কী কী ?
উত্তর : স্থানীয় ইতিহাসের নিদর্শনসমূহ হলো হাটবাজার, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, কলেজ, মাদরাসা, জলাধার, ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি ।
,
৩.১০. জাতীয় ইতিহাস কাকে বলে?
উত্তর : একটি দেশ বা জাতির ইতিহাসকে জাতীয় ইতিহাস বলে ।
৩.১১. আন্তর্জাতিক ইতিহাস বা বিশ্ব ইতিহাস কাকে বলে?
উত্তর : সমগ্র মানবজাতির বিবর্তনের অখণ্ড ইতিবৃত্ত যে ইতিহাসে আলোচনা করা হয়, তাকে আন্তর্জাতিক ইতিহাস বা বিশ্ব ইতিহাস বলে ।
৩.১২. বিষয়বস্তুগত ইতিহাস কী?
উত্তর : কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে ।
৩.১৩. বিষয়বস্তুগত ইতিহাসের কয়েকটি শাখার নাম লেখ ৷
উত্তর : বিষয়বস্তুগত ইতিহাসের কয়েকটি শাখার নাম হলো রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস ইত্যাদি ।
৩.১৪. প্রাচীনকালের জীবনচরিত, প্রশস্তি, যুদ্ধবিগ্রহ এবং চুক্তি সম্পর্কিত দলিলপত্র কোন ইতিহাসের অন্তর্ভুক্ত?
উত্তর : প্রাচীনকালের জীবনচরিত, প্রশস্তি, যুদ্ধবিগ্রহ এবং চুক্তি সম্পর্কিত দলিলপত্র রাজনৈতিক ইতিহাসের অন্তর্ভুক্ত। ৩.১৫. রাজনৈতিক ইতিহাস কাকে বলে?
উত্তর : রাজনৈতিক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দ্বারা সম্পাদিত অতীত কর্মকাণ্ডের বিবরণই হলো রাজনৈতিক ইতিহাস। ৩.১৬. রাজনীতি কী?
উত্তর : যে সর্বোচ্চ মতাদর্শের দ্বারা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি পরিচালনাসহ এর জনগণকে সংগঠিত ও সুবিন্যস্ত করা হয় তাকে রাজনীতি বলে ।
৩.১৭. “ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস ।”— উক্তিটি কার?
উত্তর : “ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস।” —উক্তিটি অধ্যাপক সিলির ।
৩.১৮. প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত যত ইতিহাস রচিত হয়েছে তার সিংহভাগ কোন ইতিহাস?
উত্তর : প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত যত ইতিহাস রচিত হয়েছে তার সিংহভাগ হলো রাজনৈতিক ইতিহাস ।
৩.১৯. ইতিহাসকে 'Past Politics' বলেছেন কোন ঐতিহাসিক?
উত্তর : ইতিহাসকে 'Past Politics' বলেছেন ইংরেজ ঐতিহাসিক ফ্রিম্যান ।
৩.২০. রাজনৈতিক ইতিহাস কী নিয়ে আলোচনা করে?
উত্তর : রাজনৈতিক ইতিহাস রাষ্ট্র ও নাগরিক জীবন নিয়ে আলোচনা করে ।
৩.২১. সামাজিক ইতিহাস কাকে বলে?
উত্তর : যে ইতিহাস মানবসমাজের উৎপত্তি, ক্রমবিকাশ, সামাজিক সংগঠন, সামাজিক শ্রেণিভেদ ও বৈষম্য এবং সমাজে বসবাসকারী মানুষের সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তাকে সামাজিক ইতিহাস বলে ।
৩.২২. কোন ঐতিহাসিক সামাজিক ইতিহাসকে জনগণের ইতিহাস বলেছেন?
উত্তর : ঐতিহাসিক পি. জে. ব্লক সামাজিক ইতিহাসকে জনগণের ইতিহাস বলেছেন ।
৩.২৩. সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার কী?
উত্তর : সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার হলো শিক্ষা ।
৩.২৪. মাতৃতান্ত্রিক সমাজে পরিবারের কর্তা কে?
উত্তর : মাতৃতান্ত্রিক সমাজে পরিবারের কর্তা নারী ।
৩.২৫. শ্রী চৈতন্যদেব কোন সামাজিক আন্দোলন গড়ে তোলেন?
উত্তর : শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলন নামক সামাজিক আন্দোলন গড়ে তোলেন ।
৩.২৬. সামাজিক ইতিহাসের মূল লক্ষ্য কী?
উত্তর : সামাজিক ইতিহাসের মূল লক্ষ্য হচ্ছে অতীত সমাজব্যবস্থার সব রীতিনীতি, আইনকানুন, প্রথা, আচার- ব্যবহার, অভ্যাস, অনুষ্ঠান প্রতিষ্ঠান, গোষ্ঠী, সম্প্রদায় তথা মানবসমাজের সামগ্রিক চিত্র তুলে ধরা ।
৩.২৭. “যে সমাজে বাস করে না, সে হয় দেবতা নয় পশু।”— উক্তিটি কার?
উত্তর : “যে সমাজে বাস করে না, সে হয় দেবতা নয় পশু।” —উক্তিটি এরিস্টটলের ।
৩.২৮. সমাজে বিধবা বিবাহ প্রথার প্রচলন করেন কে?
উত্তর : সমাজে বিধবা বিবাহ প্রথার প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
৩.২৯. অর্থনৈতিক ইতিহাস কাকে বলে?
উত্তর : যে ইতিহাস সম্পদ উৎপাদন ও বণ্টন, সম্পদ সংরক্ষণ, সম্পদের উদ্দেশ্য ও সম্পদের যথাযথ ব্যবহারকে কেন্দ্র করে রচিত হয়েছে তাকে অর্থনৈতিক ইতিহাস বলে ।
৩.৩০. “মানুষ কীভাবে তাদের জীবিকা ও জীবনযাত্রা গড়ে তুলেছে তা অর্থনৈতিক ইতিহাসের অন্তর্ভুক্ত।” — উক্তিটি কার? উত্তর : “মানুষ কীভাবে তাদের জীবিকা ও জীবনযাত্রা গড়ে তুলেছে তা অর্থনৈতিক ইতিহাসের অন্তর্ভুক্ত।” উক্তিটি এন. এস. বি. গ্রেসের।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]