কারা সর্বপ্রথম মুদ্রা তৈরি করে ?

৩.৩১. কারা সর্বপ্রথম মুদ্রা তৈরি করে ?
ইতিহাসের বিভিন্ন শাখা
উত্তর : এশিয়া মাইনরে লিডিয়গণ সর্বপ্রথম মুদ্রা তৈরি করে ।
৩.৩২. এশিয়া মাইনরের লিডিয়গণ সর্বপ্রথম কোন ধাতু দিয়ে মুদ্রা তৈরি করেন?
উত্তর : এশিয়া মাইনরের লিডিয়গণ সর্বপ্রথম শ্বেতস্বর্ণ ধাতু দিয়ে মুদ্রা তৈরি করেন । ৩.৩৩. টাকশাল কী?
উত্তর : টাকশাল হলো মুদ্রা তৈরির কারখানা ।
৩.৩৪. পারস্যের সম্রাট প্রথম দারায়ুস কর্তৃক জারিকৃত স্বর্ণমুদ্রার নাম কী?
উত্তর : পারস্যের সম্রাট প্রথম দারায়ুস কর্তৃক জারিকৃত স্বর্ণমুদ্রার নাম হলো দারিক ।
৩.৩৫. গিল্ড কী?
উত্তর : গিল্ড হলো বণিক সংঘের নাম ।
৩.৩৬. প্রাচীনকালের অর্থনীতির মূল উৎস কী ছিল?
উত্তর : প্রাচীনকালের অর্থনীতির মূল উৎস ছিল কৃষি ।
৩.৩৭. কত খ্রিস্টপূর্বাব্দে কৃষি অর্থনীতির যাত্রা শুরু হয়েছিল?
উত্তর : খ্রিস্টপূর্বাব্দে ৫০০০ থেকে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কৃষি অর্থনীতির যাত্রা শুরু হয়েছিল । ৩.৩৮. ভারতের ইতিহাসে বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কী ছিল?
উত্তর : ভারতের ইতিহাসে বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু
৩.৩৯. E-Commerce কী?
উত্তর : E-Commerce হলো ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক লেনদেন ।
৩.৪০. সাংস্কৃতিক ইতিহাস কী?
উত্তর : যে ইতিহাসে মানুষের কৃষ্টি কালচার, ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, আচার মূল্যবোধ ইত্যাদি তুলে ধরা হয়,
তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে ।
৩.৪১. সংস্কৃতি বলতে কী বুঝায়?
উত্তর : সংস্কৃতি বলতে সমাজবদ্ধ মানুষের জীবনযাপনের পদ্ধতিকে বুঝায়
৩.৪২. সভ্যতা কী?
উত্তর : সভ্যতা হলো সংস্কৃতি বিকাশের সর্বোচ্চ ধাপ ।
৩.৪৩. সংস্কৃতি কয়ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : সংস্কৃতি দুই ভাগে বিভক্ত। যথা— ১. বস্তুগত সংস্কৃতি ও ২. অবস্তুগত সংস্কৃতি ।
৩.৪৪. স্পেনের ঐতিহ্যবাহী খেলার নাম কী?
উত্তর : স্পেনের ঐতিহ্যবাহী খেলার নাম হলো ষাঁড়ের লড়াই ।
৩.৪৫. প্রাচীন যুগে হিন্দুরা কোথায় শিক্ষা লাভ করতো?
উত্তর : প্রাচীন যুগে হিন্দুরা ব্রাহ্মণদের টোলে শিক্ষা লাভ করতো।
৩.৪৬. আদিম যুগের মানুষ কোথায় ছবি আঁকতো?
উত্তর : আদিম যুগের মানুষ গুহায় ছবি আঁকতো ।
৩.৪৭. কারা পিরামিড তৈরি করেন?
উত্তর : মিসরের ফারাওরা পিরামিড তৈরি করেন ।
৩.৪৮. মিসরের সবচেয়ে বড় পিরামিডের নাম কী?
উত্তর : মিসরের সবচেয়ে বড় পিরামিডের নাম ফারাও খুফুর পিরামিড।
৩.৪৯. জিগুরাত কী?
উত্তর : জিগুরাত হলো প্রাচীন সুমেরীয়দের ধর্ম মন্দিরের নাম । ৩.৫০. কোন নৃবিজ্ঞানী সংস্কৃতি ও সভ্যতাকে অভিন্ন মনে করেন?
উত্তর : নৃবিজ্ঞানী ই. বি. টেইলর সংস্কৃতি ও সভ্যতাকে অভিন্ন মনে করেন ।
৩.৫১. বস্তুগত সংস্কৃতি কী?
লেকচার হ্যান্ডনোট সিরিজের অনার্স প্রথম বর্ষ । ইতিহাস পরিচিতি
উত্তর : রাস্তাঘাট, ঘরবাড়ি, উৎপাদন কৌশল ইত্যাদিকে বস্তুগত সংস্কৃতি বলা হয় । ৩.৫২. মিসরের রাজনৈতিক ইতিহাসের সূচনা করেন কে?
উত্তর : মিসরের রাজনৈতিক ইতিহাসের সূচনা করেন রাজা মেনেস । ৩.৫৩. স্ফিংস কী?
উত্তর : স্ফিংস একটি মূর্তি, যার দেহটা সিংহের এবং মুখ মানুষের মতো ৩.৫৪. রোমান সম্রাট টিটাস কত খ্রিস্টাব্দে কলোসিয়াম নাট্যশালা নির্মাণ করেন?
উত্তর : রোমান সম্রাট টিটাস ৮০ খ্রিস্টাব্দে কলোসিয়াম নাট্যশালা নির্মাণ করেন । ৩.৫৫. কলোসিয়াম নাট্যশালায় কতজন লোক একসঙ্গে বসতে পারত?
উত্তর : কলোসিয়াম নাট্যশালায় ৫৬০০ লোক একসঙ্গে বসতে পারত । ৩.৫৬. কোন সভ্যতায় ‘বৃহৎ স্নানাগার’ এর নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : সিন্ধু সভ্যতায় ‘বৃহৎ স্নানাগার' এর নিদর্শন পাওয়া গেছে।
৩.৫৭. কোন সম্রাট ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেছিলেন?
.
উত্তর : ক্যালডীয় সম্রাট নেবুচাদ নেজার ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেছিলেন। ৩.৫৮. পৃথিবী বিখ্যাত তাজমহল এর নির্মাতা কে?
উত্তর : পৃথিবী বিখ্যাত তাজমহল এর নির্মাতা দিল্লির সম্রাট শাহজাহান ।
৩.৫৯. তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর : তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত।
৩.৬০. কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন?
উত্তর : ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খানজাহান আলী (রহ.)।
৩.৬১. ধর্মীয় ইতিহাস কী?
উত্তর : ধর্মীয় বিষয়বস্তুকে কেন্দ্র করে যে ইতিহাস রচিত হয় তাকে ধর্মীয় ইতিহাস বলে । ৩.৬২. আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কাকে পাঠান?
উত্তর : আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম (আ.) কে পাঠান ।
৩.৬৩. ইসলাম ধর্মের সর্বশেষ নবির নাম কী?
উত্তর : ইসলাম ধর্মের সর্বশেষ নবির নাম হযরত মুহাম্মদ (সা.)।
৩.৬৪. আল্লাহ তা'আলার একমাত্র মনোনীত ধর্মের নাম কী?
উত্তর : আল্লাহ তা'আলার একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ।
৩.৬৫. খ্রিস্টধর্মের গুরুর নাম কী?
উত্তর : খ্রিস্টধর্মের গুরুর নাম সেন্ট পল ।
৩.৬৬. কোন স্থানকে কেন্দ্র করে ক্রুসেড সংঘটিত হয়?
উত্তর : জেরুজালেমকে কেন্দ্র করে ক্রুসেড সংঘটিত হয় ।
৩.৬৭. জেরুজালেম কোথায় অবস্থিত?
উত্তর : জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত।
৩.৬৮. কথ্য ইতিহাস কাকে বলে?
উত্তর : যে ইতিহাস কোনো মানুষের প্রত্যক্ষ ঘটনার বিবরণে রচিত হয়, তাকে কথ্য ইতিহাস বলে ।
৩.৬৯. প্রত্নতাত্ত্বিক ইতিহাসের বিষয়বস্তু কী?
উত্তর : প্রত্নতাত্ত্বিক ইতিহাসের বিষয়বস্তু হলো খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত বিভিন্ন সামগ্রী নিয়ে গবেষণা করা । ৩.৭০. কথ্য ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : কথ্য ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ Oral History.

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]